দেশের অন্যতম সেরা ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় পাবনায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ নভেম্বর) বিকেলে দুবলিয়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে এবং একতা ইলেকট্রনিক ও অটোমোবাইলে সহযোগিতায় দুবলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা দেখতে দর্শকের ঢল নামে।
ফাইনালে সিরাজগঞ্জ ফুটবল একাদশ ও নাটোর খেলোয়াড় কল্যাণ সংস্থা মুখোমুখি হয়। সিরাজগঞ্জ ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নাটোর খেলোয়াড় কল্যাণ সংস্থা।
ফাইনাল খেলার প্রধান আকর্ষণ ছিলেন ওয়ালটনের শুভেচ্ছাদূত ও জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক চিত্রনায়ক আমিন খান। তাকে দেখতে দূর-দূরান্ত থেকে বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিশু, কিশোর, তরুণ, যুবক, বৃদ্ধদের সমাগম ঘটে।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মাহতাব উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ও ওয়ালটনের ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ‘‘আমাদের সামাজিক উন্নয়ন করতে হবে। আপনারা আমাদের ভবিষ্যত, তরুণরা আগামীতে নেতৃত্ব দিবে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে উন্নত দেশ গঠন করতে হবে। বাংলাদেশ থেকে যেন সকল অনাচারের অবসান ঘটে। এজন্য বর্তমান প্রজন্মের চরিত্র গঠনে বেশি বেশি খেলার মাঠে তাদের ধরে রাখতে হবে।’’
ওয়ালটনের শুভেচ্ছাদূত চিত্রনায়ক আমিন খান বলেন, ‘‘আজকে সত্যি অনেক আনন্দ লাগছে। বাংলাদেশের মানুষের প্রাণের খেলা, হৃদয়ের খেলা হলো ফুটবল। অনেকে বলে এ খেলা নাকি হারিয়ে যাচ্ছে। আসলে এ খেলা হারায়নি। হয়তো শহর থেকে হারিয়েছে। কিন্তু প্রত্যন্ত অঞ্চলে ফুটবল খেলা এখনও জনপ্রিয়তার শীর্ষে।’’
তিনি আরও বলেন, ‘‘আমরা ওয়ালটন থেকে বাংলাদেশের খেলাগুলোকে স্পন্সর করার সিদ্ধান্ত নিয়েছি একটিই কারণ, যেন তরুণ প্রজন্ম মাদক থেকে দূরে থাকে। যত তারা খেলাধুলা করবে, খেলার মাঠে থাকবে, ততই তারা মাদক থেকে দূরে থাকবে। একমাত্র খেলাধুলাই পারে এই প্রজন্মকে সুন্দর রাখতে এবং সুন্দর ভবিষ্যত গড়তে। এজন্য ওয়ালটন ব্যবসার পাশাপাশি সারা বাংলাদেশের খেলাধুলার স্পন্সর করে যাচ্ছে। গত একমাসে আমরা ইতোমধ্যে ১২টি জেলায় খেলার আয়োজন শেষ করেছি। এটি সারা বছরব্যাপী চলমান থাকবে।’’
বিশেষ অতিথি ছিলেন পাবনা-৩ আসনের সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম, সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম মোল্লা, ওয়ালটনের ডিভিশনাল সেলস ম্যানেজার মওদুদ পারভেজ মামুন, এক্সিকিউটিভ ডিরেক্টর (সেলস) শহীদুজ্জামান রানা, পাবনা জোনের সেলস ম্যানেজার রাকিবুল ইসলাম, একতা ইলেকট্রনিক ও অটোমোবাইলের প্রোপাইটার জামাল উদ্দিন প্রমুখ।