খেলাধুলা

খালেদের ফাইফারে সিলেটের আরেকটি জয়, বিজয়ের হাসি ঢাকা-চট্টগ্রামেরও

জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের খেলায় জয় পেয়েছে সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগ। সিলেট ইনিংস ও ১৩৯ রানে হারিয়েছে ঢাকা মেট্রোকে। চট্টগ্রাম বিভাগ ৯ উইকেটে জিতেছে রাজশাহী বিভাগের বিপক্ষে।

খুলনা বিভাগ ৯ উইকেটে হেরেছে ঢাকা বিভাগের কাছে। মিরপুর শের-ই-বাংলায় ইমরুল কায়েসের বিদায়ী ম্যাচটা হেরেছে খুলনা বিভাগ। গতকাইল ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল। ঢাকা বিভাগের আজকে লক্ষ্য ছিল ১০৪ রান। সকালে জয়রাজ শেখ রানের খাতা খোলার আগে সাজঘরে ফেরেন। সেখান থেকে রনি তালুকদার ও আরিফুল ইসলাম অবিচ্ছিন্ন ১০৪ রানের জুটি গড়ে দলকে জয় এনে দেন। ফিফটি তুলে রনি করেন ৬২ রান। ৮ চার ও ৩ ছক্কায় সাজান ইনিংসটি। আরিফুল ৪২ রান করেন ৬ চার ও ১ ছক্কায়।

ম্যাচ শেষে ইমরুলকে সম্মান জানানো হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে। শেখ আবু নাসের স্টেডিয়ামে ঢাকা মেট্রো মাত্র ১০৭ রানে গুটিয়ে ম্যাচ হেরেছে ইনিংস ব্যবধানে। তাদের ইনিংসে ধস নামিয়েছেন পেসার সৈয়দ খালেদ আহমেদ। ৪৫ রানে ৫ উইকেট নেন জাতীয় দলের বাইরে থাকা এই পেসার। এছাড়া ৩ উইকেট নেন আরেক পেসার রেজাউর রহমান রাজা। ১টি করে উইকেট পেয়েছেন নাসুম ও নাঈম।

ব্যাটিংয়ে ঢাকা মেট্রোর হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন মার্শাল। ২৮ রান আসে রনির ব্যাট থেকে। দলের আট ব্যাটসমানই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।

চট্টগ্রামে মাত্র ৮৩ রানের লক্ষ্য ১ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে চট্টগ্রাম বিভাগ। সাদিকুর রহমান ৪৭ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ছিলেন সাজ্জাদুল হক রিপন (১৭)। ১৬ রানে সানজামুলের বলে এলবিডব্লিউ হন পারভেজ হোসেন ইমন।

পাঁচ রাউন্ড শেষে তিন জয় ও দুই ড্র নিয়ে ৮ পয়েন্টসহ শীর্ষে আছে সিলেট বিভাগ। ঢাকা পাঁচ ম্যাচে জয় পেয়েছে একটি। ড্র করেছে চারটি। ছয় পয়েন্ট নিয়ে তারা আছে দুইয়ে।