আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে লম্বা সময় পর ফিরেছেন জাহানারা আলম। এই অলরাউন্ডারের সঙ্গে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন তাজ নাহার।
সোমবার (১৮ নভেম্বর) রাতে এক বিবৃতিতে তিন ম্যাচ সিরিজের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৭ নভেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ, বাকি দুই ম্যাচ ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
লম্বা সময় পর ওয়ানডে দলেও সুযোগ পেলেন পেসার জাহানারা। ২০২৩ সালের মে’তে সবশেষ ওয়ানডে খেলেন শ্রীলঙ্কার বিপক্ষে। এবারই প্রথম একদিনের ক্রিকেটে ডাক পেয়েছেন টপ অর্ডার ব্যাটার তাজ। এর আগে টি-টোয়েন্টিতে খেললেও তিন ম্যাচে মাত্র ৮ রান করেছেন।
এ ছাড়া দলে ফিরেছেন ব্যাটার শারমিন আক্তার সুপ্তা ও স্পিনার সানজিদা আক্তার মেঘলা। দল থেকে বাদ পড়েছেন দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার ও ফারজানা হক লিসা।
বাদ পড়াদের স্ট্যান্ড বাই হিসেবে বিবেচনায় রাখা হয়েছে। লম্বা সময় পর স্ট্যান্ড বাই হিসেবে আছেন জান্নাতুল সুমনাও। অস্ট্রেলিয়াতে অনেক বছর ক্রিকেট খেলার পর সম্প্রতি দেশে এসে প্রিমিয়ার লিগেও খেলেন তিনি।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহকারী অধিনায়ক), ফারজানা হক পিংকি, মুরশিদা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, তাজ নাহার ও সানজিদা আক্তার মেঘলা।
স্ট্যান্ডবাই: দিলারা আক্তার, দিশা বিশ্বাস, জান্নাতুল ফেরদাউস সুমনা, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম তৃষ্ণা।