খেলাধুলা

শেবাগের ছেলের ডাবল সেঞ্চুরি

ভারতের সাবেক ব্যাটসম্যান বীরেন্দ্রর শেবাগের পুত্র আর্যবীর বাবার মান রাখছেন। কোচবিহার ট্রফিতে দিল্লির হয়ে খেলে মেঘালয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় উঠে এসেছেন।

ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) তত্ত্বাবধানে আয়োজিত কুচবিহার ট্রফিতে (অনূর্ধ্ব-১৯) মুখোমুখি হয় দিল্লি ও মেঘালয়। চারদিনের এই ম্যাচে বুধবার মেঘালয় আগে ব্যাট করতে নেমে ২৬০ রানে অলআউট হয়। জবাবে আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনে দিল্লি ২০৮ রানের লিড নেয়।

উদ্বোধনী জুটিতে আর্যবীর ও অর্ণব ১৮০ রানের জুটি গড়েন। অর্ণব সেঞ্চুরি করে আউট হলেও আর্যবীর ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত আছেন। ২২৯ বলে ৩৪টি চার ও ৩ ছক্কায় ২০০ রানে অপরাজিত আছেন শেবাগের ছেলে। তার সঙ্গে ৯১ বলে ৯৮ রানে অপরাজিত আছেন ধন্য নাকরা।

শেবাগের মতো বড় মাপের ক্রিকেটারের ছেলে হওয়ায় আর্যবীরের সামনে চ্যালেঞ্জ রয়েছে। মিডিয়াও তার ওপর নজর রাখে। শেবাগ ২০১৯ সালে এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি চান না তার ছেলে আরেকজন শেবাগ হোক। তিনি চান আর্যবীর একজন বিরাট কোহলি, একজন হার্দিক পান্ডিয়া কিংবা একজন মাহেন্দ্র সিং ধোনি হোক।

এছাড়া ২০২৩ সালে তিনি বলেছিলেন আর্যবীর আইপিএলের জন্য প্রস্তুত হচ্ছে। এবার বাউন্ডারির ফুলঝুরি ছুটিয়ে ডাবল সেঞ্চুরি করে আইপিএলের নিলামের আগে আলোচনায় আসলেন আর্যবীর।