ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের নিলাম এখনো শুরু হয়নি। তার আগেই প্রকাশ করা হয়েছে সময়সূচি। ২০২৫ সালের আসরের নিলাম শুরুর আগেই প্রকাশ হয়েছে পরের দুই আসরের সময়সূচিও। সব মিলিয়ে আগামী তিন আসর শুরুর আগেই প্রকাশ করা হলো সূচি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রকাশিত সূচি অনুযায়ী, আইপিএলের আগামী আসর শুরু হবে ২০২৫ সালের ১৪ মার্চ। শেষ হবে ২৫ মে। পরবর্তী দুই আসরের মধ্যে ২০২৬ সালের আইপিএল ১৫ মার্চ শুরু হয়ে চলবে ৩১ মে পর্যন্ত। ২০২৭ সালের আসর শুরু হবে ১৪ মার্চ।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) ফ্র্যাঞ্চাইজিগুলোকেও ই-মেইল দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে ক্রিকেট বিষয়ক ভারতীয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। সেখানে বলা হয়েছে, উপোরক্ত সূচি অনুযায়ী হবে আইপিএলের পরের তিন আসর।
২০২৫ আইপিএলে ম্যাচ সংখ্যা হবে ৭৪টি। আগের তিন আসরেও ৭৪টি ম্যাচ খেলেছিল দলগুলো। যদিও নতুন চক্রের জন্য টেন্ডার পাসের সময় মৌসুম অনুযায়ী ২০২৫ ও ২০২৬ আইপিএলে ৮৪টি করে ম্যাচ হওয়ার কথা ছিল। আর চক্রের শেষ বছরে (২০২৭) সর্বোচ্চ ৯৪ ম্যাচ হওয়ার কথা।
এদিকে আগামী তিন আসরে বিদেশি ক্রিকেটারদের নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে ক্রিকইনফো। যেখানে দেখা যাচ্ছে, ২০২৫ ও ২০২৬ আইপিএলে খেলতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আন্তর্জাতিক ও ঘরোয়া সব ক্রিকেটারদের অনুমতি দিয়েছে। তবে ২০২৭ সালের আসরে খেলার পূর্বশর্ত, মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের ১৫০ বছর পূর্তির টেস্ট সিরিজটি খেলতে হবে।
ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৮ ক্রিকেটারের তালিকা তিন মৌসুমের জন্য প্রকাশ করেছে। দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, জিম্বাবুয়ের ক্রিকেটারদের তিন আসরের পুরো সময়েই পাওয়া যাবে। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) কেবল আগামী মৌসুমের জন্য ছাড়পত্র দিয়েছে।
তবে বাংলাদেশের ক্ষেত্রে এখনো নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। আগামী তিন আসরের জন্য ১৩ ক্রিকেটারের নাম পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের ক্রিকেটারদের মৌসুমজুড়ে পাওয়া, না পাওয়া অনেক কিছুর ওপর নির্ভর করছে।