পার্থে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট। আগে ব্যাট করতে নেমে ভারত ১৫০ রানে অলআউট হয়। যা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে তাদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ।
এর আগে ২০০০ সালে ভারত সিডনিতে ১৫০ রানে অলআউট হয়েছিল। সেবার শচীন টেন্ডুলকার করেছিলেন সর্বোচ্চ ৪৫ রান। ওই টেস্টে ভারত হেরেছিল ইনিংস ও ১৪১ রানের ব্যবধানে।
এরপর ২০১২ সালে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬১ রানে অলআউট হয়েছিল ভারত। সেই ম্যাচে বিরাট কোহলি করেছিলেন সর্বোচ্চ ৪৪ রান। অস্ট্রেলিয়া ম্যাচ জিতেছিল ইনিংস ও ৩৭ রানের ব্যবধানে। সে হিসেবে পার্থে ভারতের সর্বনিম্ন সংগ্রহ দাঁড়ালো আজকের ১৫০।
এছাড়া ১৯৬৭ সালে মেলবোর্নে ভারত প্রথম ইনিংসে মাত্র ১৭৩ রানে অলআউট হয়েছিল। সেবার মনসুর আলী খান পদৌতি করেছিলেন সর্বোচ্চ ৭৫ রান। অস্ট্রেলিয়া ম্যাচ জিতেছিল ইনিংস ও ৪ রানের ব্যবধানে।
এবার অবশ্য সুবিধাজনক অবস্থানে আছে ভারত। তাদের করা ১৫০ রানের জবাবে অস্ট্রেলিয়া ৬৭ রান তুলতেই হারিয়ে বসেছে ৭ উইকেট। স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে একমাত্র আলেক্স ক্যারি আছেন উইকেটে। ১৯ রান নিয়ে প্রথম দিন শেষ করেছেন তিনি। তার সঙ্গে আছেন অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক। তারা দুজন অস্ট্রেলিয়াকে খাদের কিনারা থেকে টেনে তুলতে পারেন কিনা দেখার বিষয়।