জাভি হার্নান্দেজ বিদায় নেওয়ার পর নতুন কোচ হ্যান্সি ফ্লিক এসে বার্সেলোনাকে বদলে দিয়েছেন। তার কোচিংয়ে ঘুরে দাঁড়িয়ে চলতি মৌসুমে দুর্দান্ত শুরু করেছে কাতালানরা। ফ্লিকের কোচিংয়ে সাবেক ক্লাবের এমন সাফল্যে মুগ্ধ ক্লাবটির কিংবদন্তি লিওনেল মেসি।
ফ্লিকের কোচিংয়ে আমূল বদলে গেছে বার্সেলোনা। চলতি মৌসুমে লিগে ১৩ ম্যাচ খেলে ১১টিতেই তুলে নিয়েছে জয়। হেরেছে দুটি। অবস্থান করেছে লিগ টেবিলের শীর্ষে। চ্যাম্পিয়নস লিগেও দুর্দান্ত ফর্মে আছেন রাফিনহা-লামিনে ইয়ামালরা। লিগ ও চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলও তাদের।
সাবেক দলের এমন সাফল্যে সোনালী অতীত খুঁজে পাচ্ছেন মেসি। টিভিথ্রি-কে দেওয়া সাক্ষাৎকারে সেই কথাই বললেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক, “বার্সেলোনার মূল দল যেভাবে ক্লাবের প্রতিনিধিত্ব করছে, তা দেখে আমি ভীষণ গর্বিত।”
বার্সেলোনার বেশিরভাগ খেলোয়াড়ই উঠে এসেছেন তাদের একাডেমী লা মাসিয়া থেকে। মেসি-জাভিরাও এখান থেকে উঠে এসেই আকাশ ছুঁয়েছেন। বর্তমানে পেদ্রি, গাভি, ইয়ামালরা সামলাচ্ছেন দায়িত্বের ভার। ফলে দল ভালো করছে। তাতে একটুও অবাক নন মেসি।
রেকর্ড আটবারের বর্ষসেরা ফুটবলার বলেন, “বার্সেলোনার দলটি দুর্দান্ত, যদিও আমি একটুও অবাক হইনি। এটা নতুন কিছু নয়, সবসময়ই এমনটাই দেখা যায়, কিংবা বলা যায় ১৩ বছর বয়সে আমি সেখানে (লা মাসিয়া) যাওয়ার পর থেকে।”
“গত দুই বছর ধরে এই ছেলেগুলো নিজেদের মেলে ধরার সুযোগ পাচ্ছে, এটা দারুণ ব্যাপার। তাদেরকে আত্মবিশ্বাসী করে তুলতে পারলে এভাবেই সাড়া দেবে, কারণ অন্য যে কারো চেয়ে তারা এই ক্লাবকে ভালোভাবে জানে। তারা ছোটকাল থেকে অভ্যস্ত। আমাদের সময়ও এমনটা হয়েছে।”- যোগ করেন মেসি।
এদিকে, মেসির মুখে এমন প্রশংসা শুনে অভিভূত ফ্লিক। শনিবার (২৩ নভেম্বর) লা লিগায় সেন্টা ভিগোর বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে মেসি বন্দনায় মেতেছেন কাতালানদের জার্মান কোচও।
ফ্লিক বলেন, “বার্সেলোনার ইতিহাসের সেরা খেলোয়াড়ের কাছ থেকে প্রশংসা পাওয়াটা সম্মানের। এই দল কেমন খেলছে এবং এখানে তরুণরা কেমন করছে, সে সবকিছু অনুসরণ করে। এটা আসলেই দুর্দান্ত একটা ব্যাপার।”
বার্সেলোনার জার্সিতে এমন কোনো শিরোপা নেই, যা জেতেননি মেসি। ২০ বছরের ক্যারিয়ারে বার্সেলোনা মূল দলের হয়ে ৭৭৮ ম্যাচ খেলে ৬৭২টি গোল করেছেন মেসি। যা রেকর্ড। এই ক্লাবের হয়ে খেলার সময়েই জিতেছেন সর্বোচ্চ বর্ষসেরার পুরস্কার। বার্সেলোনা-মেসি যুগলবন্দী তাই আজও অমলিন।