খেলাধুলা

সাড়ে ২৩ কোটিতে কলকাতায় ভেঙ্কটেশ

সৌদি আরবের জেদ্দার আবাদি আল জোহার অ্যারেনায় শুরু হয়েছে আইপিএলের নিলাম। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হয়েছে এই নিলাম। দুইদিনে মোট ৫৫৭ জন খেলোয়াড়ের নিলাম অনুষ্ঠিত হবে। আজ চলছে প্রথম দিনের নিলাম।

সাড়ে ২৩ কোটিতে কলকাতায় ভেঙ্কটেশ: ২ কোটি ভিত্তিমূল্যের ভেঙ্কটেশ আয়ারকে ২৩.৫ কোটি রূপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। শেষদিকে তাকে দলে নিতে লড়াই হয় করে বেঙ্গালুরু ও কেকেআর। শেষ পর্যন্ত তাকে দলে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা।

এছাড়া ২ কোটি ভিত্তিমূল্যের রবীচন্দ্রন অশ্বিনকে ৯.৭৫ কোটিতে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। তাকে নিতে আগ্রহ দেখিয়েছিল লক্ষ্ণৌ, বেঙ্গালুরু, রাজস্থান। তাদের সবাইকে পেছনে ফেলে ৯.৭৫ কোটিতে অভিজ্ঞ অলরাউন্ডারকে দলে নেয় চেন্নাই।

শুধু অশ্বিন নয়, রাচীন রবীন্দ্রকে আরটিএম ব্যবহার করে ৪ কোটিতে দলে নিয়েছে চেন্নাই।

৮ কোটিতে হার্শাল প্যাটেলকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ৬.৭৫ কোটি দাম ওঠার পর পাঞ্জাব কিংস আরটিএম ব্যবহার করে। তারপর হায়দরাবাদ ৮ কোটিতে কিনে নেয় হার্শালকে।

৯ কোটিতে জ্যাক ফ্রেসার ম্যাকগার্ককে দলে ভিড়িয়েছে দিল্লি। তার দাম ৫.৫০ কোটি ওঠার পর দিল্লি ক্যাপিটালস আরটিএম ব্যবহার করে। কিন্তু পাঞ্জাব দাম বাড়িয়ে ৯ কোটিতে নেয়। সেই মূল্যেই দিল্লি দলে ভেড়ায় অস্ট্রেলিয়ান এই তারকাকে।  

দল পেলেন না ওয়ার্নার-পাড়িক্কল: মধ্যাহ্ন বিরতির পর আইপিএলের মেগা নিলামের প্রথম দিনের বাকি অংশ আবার শুরু হয়। এই সময়ে হ্যারি ব্রুক (৬.২৫ কোটিতে দিল্লিতে), এইডেন মার্করাম (২ কোটিতে লক্ষ্ণৌতে), ডেভন কনওয়ে (৬.২৫ কোটিতে চেন্নাইতে) ও রাহুল ত্রিপাঠি (৩.৪০ কোটিতে চেন্নাইতে) দল পেলেও পাননি ডেভিড ওয়ার্নার ও দেবদত্ত পাড়িক্কল।

ডেভিড ওয়ার্নার গেল আসরে খেলেছিলেন দিল্লির হয়ে। এবার তিনি কোনো দলই পেলেন না প্রথম দিনে। তিনি ও পাড়িক্কলের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রূপি। কিন্তু তাদের নিতে কেউ আগ্রহ দেখায়নি।

১৪ কোটিতে দিল্লিতে রাহুল: লোকেশ রাহুলকে ১৪ কোটি রূপিতে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। কেকেআর ভিত্তিমূল্যে শুরু করে। এরপর ২.২০ কোটি বলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই দুই ফ্র্যাঞ্চাইজি লড়াই করে রাহুলের দাম নিয়ে যায় ৯ কোটিতে। এরপর দিল্লি ক্যাপিটালস ১১ কোটিতে শুরু করে। কেকেআর বলে ১১.৭৫। চেন্নাই সুপার কিংস বাড়িয়ে ১২.১৫ কোটিতে নিয়ে যায়। শেষ পর্যন্ত ১৪ কোটিতে তাকে দলে ভেড়ায় দিল্লি।

১৮ কোটিতে পাঞ্জাবে চাহাল: ২ কোটি রূপি ভিত্তিমূল্যের যুজবেন্দ্র চাহালকে ১৮ কোটি রূপিতে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস। সানরাইজার্স হায়দরাবাদ ১৭ কোটি ৭৫ লাখ রূপি দাম বলার পর পাঞ্জাব ১৮ কোটিতে দলে নিয়ে নেয় চাহালকে।

শ্রেয়াসকে টেক্কা দিয়ে সবচেয়ে দামি খেলোয়াড় হলেন পন্ত:

গেল বছর সর্বোচ্চ ২৪.৭৫ কোটি রূপিতে বিক্রি হয়ে রেকর্ড গড়েছিলেন মিচেল স্টার্ক। এবার তাকে ছাড়িয়ে ২৬.৭৫ কোটি রূপিতে বিক্রি হয়ে নতুন রেকর্ড গড়েন শ্রেয়াস আয়ার। তবে সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। তাকে পেছনে ফেলে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হন ঋষভ পন্ত। তাকে রেকর্ড ২৭ কোটি রূপিতে কিনে নেয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। 

পন্তকে নিতে শুরুতে লড়াই করে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাদের দর কষাকষিতে পন্তর দাম উঠে যায় ৯ কোটিতে। এরপর লক্ষ্ণৌ দাম হাঁকায় ৯.৭৫ কোটি। বেঙ্গালুরু এক লাফে চলে যায় ১০.৫০ কোটিতে। এরপর তারা ১১ কোটি বলে। লক্ষ্ণৌ বলে ১১.২৫ কোটি। এরপর যোগ দেয় সানরাইজার্স হায়দরাবাদ। তারা দাম বলে ১১.৫০ কোটি। বাড়তে বাড়তে ২০ কোটি ছুঁলে লক্ষ্ণৌ ২০.২৫ কোটি দাম হাঁকায়। হায়দরাবাদ বাড়িয়ে বলে ২০.৫০। লক্ষ্ণৌ বাড়িয়ে বলে ২০.৭৫ কোটি। এসময় দিল্লি ক্যাপিটালস আরটিএম ব্যবহার করলে লক্ষ্ণৌ ২৭ কোটিতে দলে নিয়ে নেয় পন্তকে।

 

আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় শ্রেয়াস: আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হলেন শ্রেয়াস আয়ার। আজ রোববার অনুষ্ঠিত নিলামে তাকে রেকর্ড ২৬.৭৫ কোটি রূপিতে কিনে নেয় পাঞ্জাব কিংস। এর আগে গেল বছর ২৪.৭৫ কেটি রূপিতে মিচেল স্টার্ককে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেবার শ্রেয়াসের নেতৃত্বে শিরোপা জিতেছিল কেকেআর। এবার চ্যাম্পিয়ন অধিনায়ককে দলে নিলো পাঞ্জাব।

১০.৭৫ কোটি রূপিতে রাবাদাকে নিলো গুজরাট: আরশদীপের পর নিলামে তোলা হয় দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসু রাবাদাকে। তার ভিত্তি মূল্যও ছিল ২ কোটি রূপি। শেষ পর্যন্ত ১০ কোটি ৭৫ লাখ রূপিতে তাকে দলে নেয় গুজরাট টাইটান্স।

২ কোটির আরশদীপ ১৮ কোটিতে পাঞ্জাব কিংসে: নিলাম প্রথম নাম ডাকা হয় ২ কোটি ভিত্তিমূল্যের আরশদীপের। তাকে নিয়ে চলে হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত সবাইকে পেছনে ফেলে ১৮ কোটি রূপিতে তাকে দলে ভেড়ায় পাঞ্জাব কিংস।