অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতা পাকিস্তান হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে। ওয়ানডে সিরিজ জয়ের পর তারা তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে অজিদের কাছে।
এরপর তারা জিম্বাবুয়ের বিপক্ষে আজ রোববার (২৪ নভেম্বর) ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে। বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচেই তাদের হারিয়ে দিয়েছে জিম্বাবুয়ে।
বুলাওয়েতে জিম্বাবুয়ে আগে ব্যাট করতে নেমে ৪০.২ ওভারে ২০৫ রানে অলআউট হয়। কিন্তু রান তাড়া করতে নেমে ১৮.৫ ওভারে ৫৮ রান তুলতেই পাকিস্তান হারিয়ে বসে ৬ উইকেট। এরপর ২১ ওভারে ৬ উইকেটে ৬০ রানে যেতেই বৃষ্টি এসে হানা দেয়। বৃষ্টির কারণে আর ম্যাচ মাঠে গড়ায়নি। তাতে বৃষ্টি আইনে ৮০ রানে পাকিস্তানকে হারিয়ে সিরিজ শুরু করে আফগানিস্তান।
যা চার বছর পর পাকিস্তানের বিপক্ষে পাওয়া জয়। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের একটি ষষ্ঠ জয়। ঘরের মাঠে চতুর্থ।
রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। ১১ রানে আব্দুল্লাহ শফিক (১), ১৭ রানে সাইম আইয়ুব (১১), ৪০ রানে কামরান গুলাম (১৭), ৪৯ রানে সালমান আগা (৪), একই রানে হাসিবুল্লাহ খান (০) ও ৫৮ রানের মাথায় আউট হন ইরফান খান (৭)। সেখান থেকে মোহাম্মদ রিজওয়ান (১৯*) ও আমের জামাল দলীয় সংগ্রহে আর ২ রান যোগ করতেই বৃষ্টি এসে হানা দেয়।
বল হাতে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ৫ ওভারে ১ মেডেনসহ ৯ রান দিয়ে ২টি উইকেট নেন। শন উইলিয়ামস ৬ ওভারে ১২ রান নিয়ে নেন ২টি। আর সিকান্দার রাজা ৩ ওভারে ৭ রান দিয়ে নেন ২টি উইকেট।
তার আগে জিম্বাবুয়ের ইনিংসে রিচার্ড এনগ্রাভা ৫ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৪৮ রান করেন। রাজা করেন ৬ চারে ৩৯ রান। এছাড়া মারুমানি ২ চার ও ১ ছক্কায় ২৯, উইলিয়ামস ২৩ ও ব্রিয়ান বেনেট করেন ২০ রান।
বল হাতে পাকিস্তানের ফয়সাল আকরাম ৮ ওভারে ২৪ রান দিয়ে ৩টি উইকেট নেন। সালমান ৯ ওভারে ৪২ রান দিয়ে নেন আরও ৩টি।
ব্যাট হাতে ৩৯ ও বল হাতে ৭ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন সিকান্দার রাজা।