জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডে জয়ের অপেক্ষায় সিলেট ও খুলনা বিভাগ। আগামীকাল শেষ দিনে বরিশালের দেওয়া ১০৫ রানের জবাবে ব্যাটিং করতে নামবে সিলেট। এছাড়া চট্টগ্রাম বিভাগকে হারাতে খুলনা বিভাগের চাই ৩ উইকেট। জয়ের সুযোগ আছে চট্টগ্রামেরও। ৮৬ রান প্রয়োজন তাদের। এদিকে ড্রয়ের পথে এগিয়ে যাচ্ছে ঢাকা মেট্রো ও রংপুর বিভাগের ম্যাচ।
কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামের একাডেমি মাঠে ঢাকা মেট্রোর ৪৭৫ রানের জবাবে রংপুরের রান ৯ উইকেটে ২৫৩। এখনও তারা ২২২ রানে পিছিয়ে। মন্থর ব্যাটিং করা তানভীর হায়দার ১১৬ বলে ৫ চারে ৩৯ রান করে অপরাজিত রয়েছেন। বরিশালের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং একদমই ভালো হয়নি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাত্র ১৪২ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন সোহাগ গাজী। ৩২ রান আসে মঈন খানের ব্যাট থেকে। বল হাতে খালেদ ছিলেন তাদের সেরা। ৮ ওভারে ২ মেডেনে ১৮ রানে ৪ উইকেট নেন। ৩ উইকেট পেয়েছেন তোফায়েল আহমেদ।
সিলেটের একাডেমি মাঠে শেষ রোমাঞ্চের অপেক্ষা। খুলনার বেশি সুযোগ ম্যাচটা জিতে নেওয়ার। চট্টগ্রামের লেজের ব্যাটসম্যানরা প্রতিরোধ গড়তে পারলে তাদেরও সুযোগ আছে। খুলনার দ্বিতীয় ইনিংস থেমে যায় ২১৯ রানে। এনামুল হক বিজয় সর্বোচ্চ ৭৫ রান করেন। শেখ পারভেজ জীবন করেন ৫২ রান। চট্টগ্রামের বোলারদের মধ্যে এনামুল হক আশিক ৫৪ রানে নেন ৪ উইকেট। ২০৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১১৮ রান করে দিন শেষ করেছে চট্টগ্রাম। পেসার আল-আমিনের ৪ উইকেটে ভালো অবস্থায় নেই তারা। আরেক পেসার মাসুম খান টুটুল পেয়েছেন ২ উইকেট।
একদমই সাদামাটা ব্যাটিং করেছেন চট্টগ্রামের ব্যাটসম্যানরা। সর্বোচ্চ ৩২ রান করেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ইরফান শুক্কুর। অধিনায়ক ইয়াসির আলী চৌধুরী করেন ২৬ রান। আশরাফুল হাসান ২৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। দেখা যাক দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে পারেন কিনা।