ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে অনেক তারকা ক্রিকেটারই দল পাননি। এদের মধ্যে অনেক নামিদামি ক্রিকেটারও আছেন। সবচেয়ে অবাক করেছে ডেভিড ওয়ার্নার ও কেন উইলিয়ামসনের সল না পাওয়া। এছাড়া আরও যেসব তারকা ক্রিকেটার দল পাননি, দেখে নেওয়া যাক।
আইপিএলের ইতিহাসে সেরা ক্রিকেটারদের অন্যতম ওয়ার্নার। আইপিএলের সর্বোচ্চ ৬২ ফিফটিসহ নামের পাশে রান আছে ৬ হাজারের বেশি। সেই সঙ্গে সানরাইজার্স হায়দ্রাবাদকে করেছেন চ্যাম্পিয়ন। তবে এসব কিছুই কাজে আসেনি সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটারের। এবারের আসরে এখন পর্যন্ত তাকে কিনেনি কোনো দল।
নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসনও দল পাননি এবারের আসরে। আইপিএলের ইতিহাসের তারকা ক্রিকেটারদের অন্যতম এই ডানহাতি ব্যাটার। সানরাইজার্স হায়দ্রাবাদ ও গুজরাট টাইটানসের হয়ে ১০টি মৌসুম খেলেছেন সাবেক এই কিউই অধিনায়ক। ১৮টি ফিফটিতে করেছেন ২১২৮ রান।
অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথও দল পাননি এবারের আসরে। ইংল্যান্ডের জনি বেয়ারস্টোর দল না পাওয়াও অবাক করার মতো ব্যাপার। আইপিএলে ৫ আসর খেলা বেয়ারস্টো অবশ্য গেল দুই আসরে নিজেকে চেনাতে পারেননি। গত মৌসুমে ১৫২ স্ট্রাইকরেটে করেছেন ২৯৮ রান। এর আগের মৌসুমেও ১১ ম্যাচে করেন ২৫৩ রান।
এছাড়াও জেমস অ্যান্ডারসন, শার্দুল ঠাকুর ড্যারিল মিচেল, রাইলি রুশোর মতো ক্রিকেটাররাও দল পাননি। বাংলাদেশ থেকে নিলামে নাম ওঠা ১২ ক্রিকেটারের কেউ দল পাননি। সবচেয়ে বেশি সম্ভাবনা ছিল যার সেই মোস্তাফিজুর রহমানও থেকে গেছেন অবিক্রিত। সাকিব আল হাসান-রিশাদ হোসেনদের ব্যাপারেও কেউ আগ্রহ দেখায়নি।