খেলাধুলা

ওয়ালটন-বিপিজেএ ক্রীড়া উৎসবের পুরস্কার বিতরণ

ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পৃষ্ঠপোষতায় ও বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন’র (বিপিজেএ) আয়োজনে অনুষ্ঠিত ‘ওয়ালটন বিপিজেএ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২৪’ আজ মঙ্গলবার সমাপনী ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয়েছে।

বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের মিলনায়তনে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন।

বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ইন্দ্রজিৎ কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কাজী বোরহান উদ্দিন। ক্রীড়া সম্পাদক এম খোকন সিকদারের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপিজেএ’র অর্থ-সম্পাদক আব্দুল আজিজ ফারুকী।

এবারের গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসবে ৬ টি ইভেন্টে ১৫১ জন ফটো সাংবাদিক প্রতিযোগিতায় অংশ নেয়। আয়োজনে পুরুষ সদস্যদের জন্য ৫টি ইভেন্ট ছিল। সেগুলো হলো- দাবা, শ্যুটিং, ক্যারাম (একক), ম্যারাথন ও টেনিস বল নিক্ষেপ। নারী সদস্যদের জন্য ছিল লুডু খেলা।

প্রতি বছরের ন্যায় এবারও বর্ষসেরা পুরুষ ও নারী ক্রীড়াবিদকে পুরস্কার প্রদান করা হয়।