খেলাধুলা

ঘাটতি পুষিয়ে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর আশা মিরাজের

ম্যাচ হারের ধরনগুলো একই রকম। বোলিংয়ে মাথা তুলে দাঁড়ানোর মতো অবস্থা। ব্যাটিং লেজেগোবরে। তাতে পাল্টায় না ফলাফল। শেষ পাঁচ টেস্টে বাংলাদেশের পারফরম‌্যান্স এক, ফলাফলও এক।

ভারতের মাটিতে প্রচণ্ড বাজেভাবে ম্যাচ হার। এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিব্রতকর পারফরম‌্যান্স। এবার উপমহাদেশের বাইরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ অ‌্যান্টিগাতেও একই হাল। অথচ এই ম্যাচে বোলাররা যে সাফল্যের সম্ভাবনার সূর্য উদয় করিয়েছিলেন, ব্যাটসম্যানরা স্রেফ তা ডুবিয়ে দিয়েছেন।

অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা মেহেদী হাসান মিরাজও বললেন একই কথা, ‘‘আমার মনে হয়, আমরা ভালো বোলিং করেছি। তাসকিন ৬ উইকেট নিয়েছে। তবে সাত উইকেট পড়ার পর ওরা ভালো একটি জুটি গড়ে, ১৪০ রানের জুটি। আমার মনে হয়, ম্যাচ ওখানেই বেরিয়ে গেছে।’’- ম্যাচ শেষে বলেছেন মিরাজ।

বাংলাদেশের দুই ইনিংসের ব‌্যাটিংই ছিল বাজে। ওয়েস্ট ইন্ডিজের ৪৫০ রানের জবাবে বাংলাদেশ ফলোঅন এড়িয়ে ৯ উইকেটে ২৬৯ রানে ইনিংস ডিক্লেয়ার করে। এরপর বোলিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দেয় মাত্র ১৫২ রানে। তাসকিন একই পান ৬ উইকেট। তাতে ৩৩৪ রানের লক্ষ্য পায়। হাতে চার সেশন নিয়ে এই রান তাড়া করে জয় পাওয়া অস্বাভাবিক ছিল না। কিন্তু ব‌্যাটিংয়ে স্বাভাবিক অবস্থায় না থাকা বাংলাদেশ ১৩২ রানে গুটিয়ে ২০১ রানের বিশাল পরাজয়কে সঙ্গী করে।

ব্যাটসম্যানদের ধারাবাহিক ব্যর্থতার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না মিরাজ। পুরোটাই ক্রিকেটের চক্র, এমনটাই ব্যাখ্যা দিলেন,‘‘সত্যি বলতে, এই ম্যাচে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। কিছু ভুল আমরা করেছি। এরকম হতে পারে ক্রিকেটে।’’

বাংলাদেশের পরের টেস্ট জ্যামাইকায়। শুরু হবে শনিবার। পরম্পরা ধরে রেখে মিরাজ অতীতের অধিনায়কদের মতোই আশার কথা শুনিয়েছেন, ‘‘আমরা পরের ম্যাচে শক্তভাবে ফিরতে চাই। আমরা জানি কী ভুল করেছি এবং আমাদের শক্ত হয়ে ফেরা প্রয়োজন। নিজেদের মধ্যে আমরা কথা বলব। এই ম্যাচে আমাদের ঘাটতির কিছু জায়গা ছিল। কোনো ইনিংসেই ভালো ব্যাট করতে পারিনি আমরা। কথা বলতে হবে যে, কীভাবে ভালো করতে পারি আমরা।’’