খেলাধুলা

ব্যাটে-বলে উজ্জ্বল সাকিব, হারলো বাংলা টাইগার্স

আবুধাবি টি-টেন লিগে জয়-পরাজয়ের বৃত্তে ঘুরপাক খাচ্ছে সাকিব আল হাসানের দল বাংলা টাইগার্স। জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না তারা সবশেষ ম্যাচে আজমান বোল্টসের বিপক্ষে ৩১ রানে হেরেছে বাংলা টাইগার্স।

দল হারলেও ব্যাটে বলে আরেকবার সামর্থ্য দেখালেন সাকিব। বল হাতে দলের হয়ে একমাত্র উইকেটটি সাকিবই নিয়েছেন। সেই সঙ্গে ব্যাট হাতে খেলেছেন ৪ চার ও ১ ছক্কায় ১৯ বলে ২৯ রানের ইনিংস। তবে দলের বাকিদের ব্যর্থতায় আরেকবার দেখতে হলো পরাজয়ের মুখ।

বুধবার (২৭ নভেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ১৩৩ রান করেছিল আজমান বোল্টস। লক্ষ্য তাড়ায় নেমে বাংলা টাইগার্স ৬ উইকেট হারিয়ে ১০২ রানের বেশি তুলতে পারেনি। এ নিয়ে পাঁচ ম্যাচে তৃতীয় হারের মুখ দেখলো সাকিবের দল। 

টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে শেভন ড্যানিয়েলের সঙ্গে ৭৭ রানের জুটি গড়েন আলেক্স হেলস। ড্যানিয়েল আউট হয়ে গেলেও জিমি নিশামের সঙ্গে মিলে ঝড় অব্যাহত রাখেন হেলস। যোগ করেন আরও ৫৬ রান। ৬টি করে চার ও ছক্কায় ৩০ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন হেলস।

লক্ষ্য তাড়ায় নেমে আসা-যাওয়ার মিছিলে নাম লেখায় বাংলা টাইগার্সের ব্যাটাররা। ৭১ রানেই হারিয়ে ফেলে ৬ উইকেট। সেখান থেকে সাকিবের ইনিংসটি শুধু হারের ব্যবধানই কমিয়েছে। পরের ম্যাচে শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় ডেকান গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে মাঠে নামবে বাংলা টাইগার্স।

সংক্ষিপ্ত স্কোর আজমান বোল্টস: ১০ ওভারে ১৩৩/১ (হেলস ৭৫*, ড্যানিয়েল ২৭) বাংলা টাইগার্স: ১০ ওভারে ১০২/৬ (সাকিব ২৯*, ইফতিখার ২১) ফল: আজমান বোল্টস ৩১ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: অ্যালেক্স হেলস।