খেলাধুলা

আফগানদের হারিয়ে বাংলাদেশের দারুণ শুরু

যুব এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ‘বি’ গ্রুপ থেকে আফগানিস্তানকে হারিয়ে দারুণ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অধিনায়ক আজিজুল হাকিমের সেঞ্চুরির পর আল ফাহাদ-ইকবাল হোসেন ইমনের বোলিংয়ে ভর করে ৪৫ রানের জয় নিশ্চিত করেছে  যুবারা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (২৯ নভেম্বর) মাঠে নামে বাংলাদেশ-আফিগানিস্তান। টস হেরে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ২২৮ রান করে বাংলাদেশ। তাড়া করতে নেমে ৪৭.৫ ওভারে ১৮৩ রানে অলআউট হয় আফগানিস্তান। 

আল ফাহাদ ও ইকবাল সর্বোচ্চ ৩ উইকেট করে নেন। ২ উইকেট নেন মারুফ মৃধা। আফগানদের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন ফয়সাল খান আহমদজাই। এ ছাড়া নাসির খান মারুফখিল ৩৪ ও বারকাত ইবরাহীমজাই ১৯ রান করেন।

এর আগে দুর্দান্ত সেঞ্চুরির দেখা পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম। তার শতকে ভর করে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় লাল-সবুজের প্রতিনিধিরা। সর্বোচ্চ ১০৩ রান আসে অধিনায়ক আজিজুলের ব্যাট থেকে। ৮টি চার ও ৪টি ছয়ের মারে ইনিংসটি সাজান আজিজুল। প্রথম ওভারেই ওপেনার জাওয়াদ আবরার সাজঘরে ফেরায় ব্যাটিংয়ে নামতে হয় আজিজুলকে।

আরেক ওপেনার কালাম সিদ্দিকিকে নিয়ে প্রতিরোধ গড়েন আজিজুল। দুজনে ১৪২ রানের জুটি গড়েন। কালাম ৬৬ রানে ফিরলে ভাঙে এই জুটি। ৫টি চার ও ১টি ছয়ে ১১০ বলে এই রান করেন কালাম। 

কালামের আউটের পর এক প্রান্তে আগলে রাখেন আজিজুল। আরেক প্রান্তে নিয়মিত বিরতিতে পড়তে থাকে উইকেট। কেউই আজিজুলকে সঙ্গ দিতে পারেননি লম্বা সময়। ১০ রান করে আউট হন শিহাব জেমস ও ফারিদ হাসান। মাঝে দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগে সাজঘরে ফেরেন দেবাশীষ দেবা, রিজান হাসান ও আল ফাহাদ। রাফিউজ্জামান রাফি ১১ ও ইকবাল হোসেন ১ রান অপরাজিত থাকেন। 

আফগানদের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন আব্দুল আজিজ, নুরিস্তানি ওমরজাই ও খাতির স্ট্যানিকজাই।