খেলাধুলা

মেসিদের দলে নাম লেখাচ্ছেন সাবেক রিয়াল তারকা

কোপা আমেরিকার ২০২৪ সালের আসরে দারুণ পারফর্ম্যান্স উপহার দিয়েছেন কলম্বিয়ান তারকা হামেস রদ্রিগেজ। পুরো আসরে প্রায় একক নৈপুণ্যে দলকে তুলেছেন ফাইনালে। আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা খোয়ালেও বাগিয়ে নিয়েছেন আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার। 

কোপার ফাইনালে হামেসের প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা। লিওনেল মেসির বিপক্ষে প্রতিদ্বন্দ্বীতা করা হামেস এবার নাম লেখাতে যাচ্ছেন মেসিরই ক্লাব ইন্টার মায়ামিতে। আমেরিকান সংবাদমাধ্যম ‘দ্য স্টেটস’-এর বরাত দিয়ে এমনই খবর প্রকাশ করেছে ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট গোল ডটকম।

হামেস বর্তমানে খেলছেন স্প্যানিশ ক্লাব রায়ো ভায়োকানোতে। তবে নিয়মিত একাদশে সুযোগ পাচ্ছেন না। পার করছেন কঠিন সময়। চলতি মৌসুমে মাত্র ১৩৬ মিনিট খেলতে পেরেছেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা। ফলে কোনোমতেই ইউরোপে থাকতে চাচ্ছেন না তিনি।

গোল ডটকম জানিয়েছে, ২০২৫ এর শুরুতেই ভায়োকানো ছাড়তে পারেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। ভায়োকানো ছাড়লে ইউরোপের ফুটবলে আর থাকছেন না হামেস। তার পরবর্তী গন্তব্য হিসেবে জানানো হচ্ছে মায়ামির নাম।

মেজর লিগ সকারের (এমএলএস) চলমান আসরে প্লে-অফেই ছিটকে গেছে মায়ামি। দলের রক্ষণ ও মাঝমাঠের অবস্থা বেহাল। মেসি-সুয়ারেজরা বলের যোগান পাচ্ছেন না। এই সমস্যা সমাধানেই হামেসের দিকে হাত বাড়িয়েছে ডেভিড মালিকানাধীন দলটি।

শুধু হামেস নয়, আরো বড় বড় তারকাদের দিকেই নজর রেখেছে মায়ামি। এই তালিকায় রয়েছেন মেসির সাবেক সতীর্থ আর্জেন্টিনার বড় সব শিরোপা জয়ের নায়ক অ্যাঞ্জেল ডি মারিয়া। সেই সঙ্গে জোরালো গুঞ্জন রয়েছে, নেইমারকেও দলে ভেড়ানোর চেষ্টা করছে দলটি।