খেলাধুলা

নিলামে ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন, কিনতে খরচ হবে কত?

ক্রিকেটবোদ্ধা অনেকের চোখেই সর্বকালের সেরা ক্রিকেটার স্যার ডন ব্র্যাডম্যান। স্যার ডনকে নিয়ে যেমন এখনো অনেকের জানার আগ্রহ, তেমনি তার ব্যবহৃত ক্রিকেট সরঞ্জাম নিয়েও আগ্রহের শেষ নেই। এবার নিলামে উঠতে যাচ্ছে অস্ট্রেলিয়ান কিংবদন্তির ব্যাগি গ্রিন টুপি। 

ইংলিশ দৈনিক ডেইলি মেইল জানিয়েছে, ঘরের মাঠে ব্র্যাডম্যানের খেলা শেষ সিরিজের ক্যাপটি নিয়ামে উঠতে যাচ্ছে। যেটি পরে তিনি ১৯৪৭–৪৮ মৌসুমে অস্ট্রেলিয়ায় শেষ সিরিজটি খেলেছিলেন। ব্যাগি গ্রিনটির মূল্য ধরা হয়েছে ৩ লাখ ৯০ হাজার অস্ট্রেলিয়ান ডলার (৩ কোটি ৩ লাখ টাকা)। নিলামকারী প্রতিষ্ঠান বোনহামস।

এর আগেও এর আগেও ব্র্যাডম্যানের একটি ব্যাগি গ্রিন নিলামে তোলা হয়েছিল। তার অভিষেকের সেই ক্যাপটি কিনে নেন অস্ট্রেলিয়ার ধনকুবের পিটার ফ্রিডম্যান। ২০২০ সালে ডিসেম্বরে নিলামে ওঠা ক্যাপটি বিক্রি হয় ৪ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলারে (৩ কোটি ৪৯ হাজার টাকা)।

ব্র্যাডম্যানের ব্যবহৃত ক্রিকেট সরঞ্জামের মধ্যে নিলামে উঠেছে তার ব্যাটও। ১৯৩৪ সালে অ্যাশেজ সিরিজে ব্র্যাডম্যান যে ব্যাট দিয়ে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন, সেটি ২০২১ সালে ২ লাখ ৪৫ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলারে (১ কোটি ৯০ লাখ টাকা) বিক্রি করা হয়।