যশস্বী জয়সওয়ালের সঙ্গে ভারতের হয়ে টেস্টে ওপেন করেন অধিনায়ক রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্ট খেলতে পারেননি তিনি। তার পরিবর্তে জয়সওয়ালের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করেছিলেন লোকেশ রাহুল। ভারতও পেয়েছিল বড় জয়।
শুক্রবার (০৬ ডিসেম্বর) থেকে অ্যাডিলেইডে শুরু হতে যাচ্ছে দ্বিতীয় টেস্ট। এই টেস্টের আগে দলে যোগ দিয়েছেন রোহিত। কিন্তু দিবারাত্রির এই টেস্টে বদলে যেতে পারে তার ব্যাটিং পজিশন।
রোহিত নিজেই অবশ্য এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি উদ্বোধনী জুটিকে অবিচ্ছিন্ন রেখে নিজে নেমে যাচ্ছেন ব্যাটিং অর্ডারের নিচের দিকে। মিডল অর্ডারে ব্যাটিং করবেন রোহিত।
অবশ্য রোহিতের টেস্ট ক্যারিয়ার শুরু হয়েছিল মিডল অর্ডারে ব্যাটিং করে। সেখানে তার রেকর্ডও ভালোই ছিল। এরপর তিনি উঠে আসেন টপ অর্ডারে।
তিন নম্বরে নেমে রোহিত ৫ ইনিংসে ২১.৪ গড়ে রান করেছিলেন ১০৭টি। ১টি ছিল ফিফটি। চারে ব্যাটিং করেছেন এক ইনিংসে। রান করেছিলেন মাত্র ৪। ৫ নম্বরে ব্যাটিং করেছেন ১৬ ইনিংস। ২৯.১ গড়ে রান করেছিলেন ৪৩৭টি। তিনটি ছিল ফিফটি। সর্বোচ্চ রান ছিল ৭৯।
ছয় নম্বরে সর্বোচ্চ ২৫ ইনিংসে ব্যাট করেছেন তিনি। রান করেছেন ১ হাজার ৩৭টি। ৩টি সেঞ্চুরির পাশাপাশি ৬টি হাফ সেঞ্চুরিও করেছিলেন। সর্বোচ্চ ইনিংস ছিল ১৭৭ রানের।
রোহিত যদি নিচে নেমে যান তাহলে দিবারাত্রির টেস্টে যথারীতি রাহুল ও জয়সওয়াল ওপেনিং করবেন। চারে নামবেন বিরাট কোহলি। ঋভষ পন্ত নামবেন পাঁচে। পন্তের এটা অবশ্য নির্ভর করবে রোহিত ও শুভমান গিল কতোতে ব্যাটিং করেন সেটার ওপর।
ধারণা করা হচ্ছে তিনে নামবেন গিল। আর পাঁচে নামবেন পন্ত। সেক্ষেত্রে রোহিত ছয় নম্বরে ব্যাট করতে পারেন।