খেলাধুলা

রোমাঞ্চ ছড়িয়ে ম্যাচ ড্র রংপুর-খুলনার

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে রোমাঞ্চ ছড়িয়ে ম্যাচ ড্র করেছে খুলনা ও রংপুর বিভাগ। দুই দলেরই জয়ের সম্ভাবনা জেগেছিল। আলোকস্বল্পতায় যখন খেলা বন্ধ হয় তখন জয় থেকে মাত্র ১৭ রানে দূরে ছিল রংপুর। অন্যদিকে খুলনা চেষ্টা করেও তাদের ৭ উইকেটের বেশি নিতে পারেনি।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) চতুর্থ দিন সকালের সেশনে স্কোরবোর্ডে দ্রুত রান তুলে ইনিংস ঘোষণা করে খুলনা। ৬ উইকেটে তাদের রান ছিল ১৪৭। অমিত মজুমদদার সর্বোচ্চ ৩৯, নাহিদুল ইসলাম ২৬ রান করেন। রংপুরকে তারা ছুঁড়ে দেয় ২৫৯ রানের লক্ষ্য।

রান তাড়ায় মেহেদী হাসান রানার তোপে ৫৮ রান তুলতে ৫ উইকেট হারায় তারা। সেখান থেকে ষষ্ঠ উইকেটে খালিদ হাসান ও তাইবীর হায়দার প্রতিরোধ গড়ে তুলেন। তারা দলকে টেনে নেন ১০২ রান পর্যন্ত। খালিদ ২৭ রানে আউট হলে রংপুরের হাল ধরেন তানভীর ও নবিন।

তাদের ধীর ব্যাটিংয়ে মনে হচ্ছিল না জয়ের জন্য খেলছে। কিন্তু নবীন আউট হওয়ার পর আরিফুল ক্রিজে এসে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করেন। তাতে রংপুরের জয়ের সম্ভাবনা তৈরি হয়। অন্যদিকে খুলনায় পড়ে যায় চাপে।

এক সময় রংপুরের দলীয় রান ও জয়ের ব্যবধান কমে আসে মাত্র ১৭ রানে। ওভার বাকি ছিল ২টি। কিন্তু আলোকসল্পতায় ম্যাচ চালিয়ে যেতে পারেননি অফিসিয়ালরা। তাই বাধ্য হয়ে ড্র মানতে হয় দুই দলকে। তানভীর ৭৮ এবং আরিফুল ৫৬ রানে অপরাজিত থাকেন।

দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেন মেহেদী। সব মিলিয়ে ম্যাচে ১১ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন বাঁহাতি পেসার। এই ম্যাচ জিতলে রানার্সআপ হওয়ার সুযোগ ছিল খুলনার। ম্যাচ ড্রয়ে ঢাকা বিভাগ হয়েছে রানার্সআপ। চ্যাম্পিয়ন হয়েছে সিলেট বিভাগ।