খেলাধুলা

সেমিফাইনালে অপরাজিত পাকিস্তানকে পেল বাংলাদেশ

যুব এশিয়া কাপের গ্রুপপর্বের খেলা আজ বুধবার (০৪ ডিসেম্বর, ২০২৪) শেষ হয়েছে। যোগ্যতার প্রমাণ দিয়ে দুই গ্রুপ থেকে মোট চারটি দল সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। ‘এ’ গ্রুপ থেকে ভারত ও পাকিস্তান এবং ‘বি’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ টিকিট পেয়েছে শেষ চারের।

শুক্রবার থেকে শুরু হবে সেমিফাইনালের লড়াই। ফাইনালে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল পেয়েছে পাকিস্তানকে। যারা ‘এ’ গ্রুপ থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে এসেছে শেষ চারে। দুবাইতে বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হবে ম্যাচটি।

গ্রুপপর্বে প্রথম ম্যাচে পাকিস্তানের যুবারা ৪৩ রানে হারায় ভারতকে। এরপর দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারায় ৬৯ রানে। আজ শেষ ম্যাচে জাপানের বিপক্ষে তারা জয় পেয়েছে ১৮০ রানের বিশাল ব্যবধানে। আগে ব্যাট করে পাকিস্তান ৬ উইকেটে ২৪৩ রান করে। জবাবে জাপান ২৮.৩ ওভারে মাত্র ৬৩ রানে অলআউট হয়ে যায়। পাকিস্তানের মোহাম্মদ হুজাইফা ৬.৩ ওভারে ৩ মেডেনসহ মাত্র ৮ রান দিয়ে ৫টি উইকেট নেন।

বাংলাদেশ প্রথম ম্যাচে আফগানিস্তানের যুবারাদের হারায় ৪৫ রানে। দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে জয় পায় ৫ উইকেটে। আর তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করে হেরে যায় মাত্র ৭ রানে।

অপর সেমিফাইনালে লড়বে শ্রীলঙ্কা ও ভারত। শ্রীলঙ্কা ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে এসেছে। অন্যদিকে ভারত এসেছে গ্রুপ রানার্স-আপ হয়ে।