দীর্ঘ ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার দিবাগত রাতে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ১০১ রানে হারিয়েছে ক্যারিবিয়ানদের।
হারের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে জরিমানা করেছে আইসিসি। আচরণবিধি লঙ্ঘন করায় জয়ডেন সিলসকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ ও একটি ডিমেরিট পয়েন্ট এবং কেভিন সিনক্লেয়ারকে ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
দ্বিতীয় ম্যাচে উইকেট শিকারের পর সিলস বাংলাদেশের ড্রেসিংরুমের দিকে ফিরে আগ্রাসী ভঙ্গিতে উদযাপন করেন। অন্যদিকে সিনক্লেয়ার মাঠে বাংলাদেশের খেলোয়াড়দের উদ্দেশ্য করে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেন। তাকে আম্পায়াররা সতর্ক করার পরও একই কাজ করতে থাকেন। সে কারণে তাকেও জরিমানা করা হয়।
তাদের বিরুদ্ধে জরিমানা ও ডিমেরিট পয়েন্ট দেওয়ার সিদ্ধান্ত নেন আইসিসির এলিট প্যানেল ম্যাচ রেফারি জেফ ক্রো। সিলস ও সিনক্লেয়ার অবশ্য বিষয়টি মেনে নিয়েছেন। সে কারণে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
প্রথম টেস্ট ওয়েস্ট ইন্ডিজ জেতায় ১-১ সমতায় শেষ হয় সিরিজ। রোববার থেকে শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ।