খেলাধুলা

গ্লোবাল সুপার লিগের ফাইনালে রংপুর

প্রথমবার আয়োজিত গ্লোবাল সুপার লিগের ফাইনালে উঠেছে রংপুর রাইডার্স। আজ শুক্রবার (০৬ ডিসেম্বর, ২০২৩) সকালে অনুষ্ঠিত লিগপর্বের শেষ ম্যাচে লাহোর কালান্দার্সকে বৃষ্টি আইনে ২৩ রানে হারিয়ে ফাইনালে নাম লেখায় বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিটি।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে রংপুর ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সৌম্য সরকার ও সাইফ হাসানের ঝড়ো ব্যাটিংয়ে ৯ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৫ রান তুলতেই বৃষ্টি নামে। বৃষ্টি যখন থামে তখন ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৯ ওভারে। সেখানে লাহোর কালান্দার্সের সামনে লক্ষ্য দাঁড়ায় ১১১ রান।

লাহোরের মিরাজ বেগ, টম অ্যাবেল ও ফাহিম আশরাফ চেষ্টা করেও ৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮৭ রানের বেশি করতে পারেনি। তাতে বৃষ্টি আইনে ২৩ রানের জয়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও লাহোরকে পেছনে ফেলে ফাইনাল নিশ্চিত করে রংপুর। বাংলাদেশ সময় আগামীকাল শনিবার সকাল ৬টায় ফাইনালে ভিক্টোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশের দলটি। ৪ ম্যাচ থেকে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার সংগ্রহ ৬ পয়েন্ট। সমান ম্যাচ থেকে রংপুরের সংগ্রহ ৪ পয়েন্ট।

রংপুরের ইনিংসের গোড়াপত্তন করতে আসেন স্টিভেন টেইলর ও সৌম্য সরকার। মারমুখী ব্যাটিংয়ে ৪.১ ওভারেই তারা দুজন তুলে ফেলেন ৪৭ রান। এই রানে মিরাজ বেগের বলে বোল্ড হয়ে সৌম্য ফিরেন ১৩ বলে ৩ চার ও ১ ছক্কায় ২২ রান করে।

সৌম্যর বিদায়ের পর সাইফ এসে আরও মারমুখী ব্যাটিং করেন। তিনি ১৪ বলে ৪টি চার ও ১ ছক্কায় করে ফেলেন ২৭ রান। সঙ্গে টেইলর ৪ চার ও ১ ছক্কায় করেন ৩২। তাতে ৯ ওভারে রংপুরের রান হয়ে যায় ১ উইকেটে ৮৫। এরপর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়।

বৃষ্টি আইনে নির্ধারিত ১১১ রান তাড়া করতে নেমে বাজে সূচনা করে লাহোর। প্রথম ওভারে ১ রানেই তারা হারিয়ে বসে ৩ উইকেট। ইনিংসের তৃতীয় বলে মাহেদী হাসান রান আউট করেন অ্যাডাম রসিংটনকে (১)। পরের বলে লুক ওয়েলসকে ফেরান নুরুল হাসান সোহানের গ্লাভসবন্দি করে। আর পঞ্চম বলে মোহাম্মদ ফাইজানকে বোল্ড করে প্রথম ওভারেই লাহোরের ৩ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান মাহেদী।

চতুর্থ ওভারে এসে আরও একটি উইকেট নেন মাহেদী। লাহোরের দলীয় রান তখন ১৪। ১ চার ও ১ ছক্কায় ৫ বলেই ১১ রান করে ফেলা মুহাম্মদ আখলাককে বোল্ড করেন।

সেখান থেকে লাহোরের ইনিংসের হাল ধরেন মিরাজ বেগ ও টম অ্যাবেল। মারমুখী ব্যাটিংয়ে ২১ বলেই তারা দুজন দলীয় সংগ্রহে যোগ করেন ৪৭ রান। তাতে ২.৩ ওভারে ১৪ রান থেকে তাদের রান ৫.৫ ওভারে হয় ৬১। ষষ্ঠ ওভারের শেষ বলে অ্যাবেলকে ফিরিয়ে ভয়ঙ্কর হয়ে ওঠা এই জুটি ভাঙেন জ্যাক ক্যাম্পবেল। অ্যাবেল মাত্র ১২ বলে ৫ চারে ২৫ রান করেন।

৭৮ রানের মাথায় কামরুল ইসলাম রাব্বী আরেক সেট ব্যাটসম্যান মিরাজ বেগকে আউট করে স্বস্তি ফেরান রংপুর শিবিরে। মিরাজ বেগ ৩ চার ও ১ ছক্কায় ৩১ রান করেন। ৮৫ রানের মাথায় কার্লোস ব্রেথওয়েটকে গোল্ডেন ডাকের স্বাদ দিয়ে ফেরান ক্যাম্পবেল। শেষ পর্যন্ত লাহোর ৯ ওভারে ৭ উইকেটে ৮৭ রানের বেশি করতে পারেনি।

বল হাতে মাহেদী ২ ওভারে ১১ রান দিয়ে ৩টি উইকেট নেন। ক্যাম্পবেল ২ ওভারে ১৭ রান দিয়ে নেন ২টি। আর ১টি উইকেট নেন কামরুল ইসলাম।

তবে ২৭ বলে ৩২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন রংপুরের যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান টেইলর।