নাজিব ইসমাইল রাসেল বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ব্যাডমিন্টন আম্পায়ার। বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের প্যানেলভুক্ত আম্পায়ারও তিনি।
দেশের বাইরে নিয়মিত ব্যাডমিন্টন প্রতিযোগিতা পরিচালনার জন্য ডাক পড়ত তার। এবারও গিয়েছিলেন ভারতে ‘ইউনেক্স সানরাইজ গৌহাটি মাস্টার্স’ আন্তর্জাতিক প্রতিযোগিতায় ম্যাচ পরিচালনা করতে।
কিন্তু, গৌহাটিতে শনিবার তার কোর্টে যাওয়া হলো না। ৫২ বছর বয়সী এই আন্তর্জাতিক আম্পায়ার গৌহাটিতে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। তার মরদেহ গতকাল হোটেল থেকে উদ্ধার করা হয়।
নির্ধারিত সময়ে কোর্টে না আসায় আয়োজকরা তার হোটেলের কক্ষে যান। ডাকাডাকির পর সাড়া না পাওয়ায় দরজা ভেঙে উদ্ধার করা হয় মরদেহ। তার মৃত্যুর খবর বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে।
ফেডারেশন জানিয়েছে, রাসেল ভারতে হার্ট অ্যাটাকে মারা গেছেন। ফেডারেশনের ভাষ্য অনুযায়ী, দায়িত্ব পালন শেষে রাসেল হোটেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ মেয়ে রেখে গেছেন। রাসেলের মৃত্যুতে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সকল সদস্য গভীরভাবে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে আসে।