খেলাধুলা

ভারতের আমন্ত্রণে ব্যাটিংয়ে বাংলাদেশ

যুব এশিয়া কাপের ফাইনালে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নেমেছে বাংলাদেশ ও ভারত। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত।

এই প্রতিযোগিতায় বাংলাদেশ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মত শিরোপা জিতেছিল বাংলাদেশ। ভারত গতবার বাদ পড়েছিল সেমিফাইনালে বাংলাদেশের কাছে হেরে। যদিও এই প্রতিযোগিতায় ভারত শিরোপা জিতেছে সর্বোচ্চ আট বার।

এবার শিরোপার লক্ষ্য নিয়ে বাংলাদেশ গিয়েছে সংযুক্ত আরব আমিরাতে। সেই লক্ষ্য পূরণের পথে বাংলাদেশের আজকের বাধা ভারত। এখন পর্যন্ত যেভাবে টুর্নামেন্টে খেলে এসেছে বাংলাদেশ, সেভাবে খেলতে পারলে শিরোপা দাবিদার বাংলাদেশই। ভারতকে হারানোর কাজটা সহজ নয়। আজিজুল, তামিম মৃধাদের আজ কঠিন কাজটাই করতে হবে।