জনাথন ট্রট ২০২৫ সালের শেষ পর্যন্ত আফগানিস্তান পুরুষ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। জিম্বাবুয়ে সফরে ওয়ানডে ক্রিকেট দিয়ে তার পরবর্তী অ্যাসাইনমেন্ট শুরু হবে। তবে এই সফরে অন্য ফরম্যাটে তিনি থাকবেন না ব্যক্তিগত কারণে। তার অনুপস্থিতিতে হামিদ হাসান প্রধান কোচ এবং নওরোজ মঙ্গল সহকারী কোচের দায়িত্ব পালন করবেন।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড দলটির জন্য অন্তত সফল কোচ ট্রটের চুক্তির মেয়াদ ১২ মাস বাড়িয়েছে। ট্রট ২০২২ সালে আফগানিস্তানের দায়িত্ব গ্রহণ করেছিলেন। গত জানুয়ারিতে চুক্তি নবায়ন করে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত দ্বায়িত্ব বাড়িয়ে নেন। তার অধীনে কিছুদিন আগে আফগানিস্তান ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল। এরপর শারজাহতে ওয়ানডে সিরিজে তারা দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ উভয়কেই হারিয়েছে।
আফগানিস্তান ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ করবে। ২০২৩ বিশ্বকাপও তাদের ভালো কেটেছিল। পয়েন্ট টেবিলে শীর্ষ আটে থাকায় তারা চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ পেয়েছে। ইংল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে বিশ্বকাপে হারিয়েছিল তারা।
ট্রটের অধীনে আফগানিস্তান ৩৪ ওয়ানডের ১৪টিতে এবং ৪৪ টি-টোয়েন্টির ২০টিতে জিতেছে। ৪৩ বছর বয়সী কোচের অধীনে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল রশিদ খান। যেখানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নিউ জিল্যান্ড এবং বাংলাদেশকে হারিয়েছে রশিদ খান, মোহাম্মদ নবীরা।