ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। এই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার রিপন মন্ডল। এছাড়া ওয়ানডের পর টি-টোয়েন্টি দলেও ফেরানো হয়েছে আফিফ হোসেনকে। ফিরেছেন নাসুম আহমেদ, সৌম্য সরকারও।
বাংলাদেশ সবশেষ টি-টোয়েন্টি খেলেছে ভারতের মাটিতে। সেই দল থেকে এই দলে নেই শরিফুল ইসলাম, রাকিবুল হাসান, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান ও মাহমুদউল্লাহ রিয়াদ। তাওহীদ হৃদয় ইনজুরির কারণে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও মিস করছেন। মোস্তাফিজ ব্যক্তিগত কারণে এই সফর থেকে ছুটি নিয়েছেন। শরিফুল ইসলামকে দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। মাহমুদউল্লাহ রিয়াদও ছিলেন শেষ টি-টোয়েন্টিতে। টেস্টের পর তিনি টি-টোয়েন্টি ক্রিকেট ছেড়েছেন। খেলছেন কেবল ওয়ানডে ক্রিকেট। স্পিনার রাকিবুল আবারো কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর সৌম্যকে বাদ দেয়া হয়। কিন্তু এবার গ্লোবার সুপার লিগ টুর্নামেন্টে রংপুর রাইডার্সের হয়ে সৌম্য ১৮৮ রান করেন। হয়েছেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়। ফাইনালে তার ৫৪ বলে ৮৬ রানের ইনিংসে রংপুর হয়েছে চ্যাম্পিয়ন।
রাকিবুলকে টপকে টি-টোয়েন্টি দলে আবার ফিরেছেন নাসুম আহমেদ। চন্ডিকা হাথুরুসিংহে বিদায় নেওয়ার পর ওয়ানডের পর নাসুম টি-টোয়েন্টি দলেও জায়গা করে নিয়েছেন। আফিফ হোসেন ঘরোয়া ক্রিকেট বা অন্য কোথাও রান না করে ওয়ানডে দলে ফিরেছিলেন। এবার টি-টোয়েন্টিতেও তাকে ফেরানো হলো। অথচ রান নেই এই ব্যাটসম্যানের ব্যাটে।
ডানহাতি পেসার রিপন চীনে এশিয়ান গেমসে জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছিলেন। খেলেছেন তিন ম্যাচ। এবার তার আসল পরীক্ষা হবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে।
বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাশ, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও রিপন মন্ডল।