খেলাধুলা

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি: শ্রীলঙ্কাকেও ভেন্যুর তালিকায় রাখছে পাকিস্তান

শেষ পর্যন্ত হাইব্রিড মডেলেই হতে যাচ্ছে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। ভারতের চাওয়া অনুযায়ী বিকল্প ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতকে। তবে আয়োজক পাকিস্তান বিকল্প ভেন্যুর তালিকায় রাখছে শ্রীলঙ্কাকেও।

যদি কোনো কারণে আরব আমিরাতে সম্ভব না হয় কিংবা আইসিসি যদি রাজি হয় তাহলে ভারতের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা হবে। বাকি ম্যাচগুলো হবে লাহোরে। তবে ভারত যদি সেমিফাইনাল কিংবা ফাইনালে উঠতে না পারে তাহলে সেমিফাইনাল এবং ফাইনালও হবে লাহোরে।

শুধু তাই নয়, হাইব্রিড মডেলে পাকিস্তান রাজি হয়েছে এক শর্তে। সেটা হচ্ছে— ভারতে আয়োজিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে হবে। সেক্ষেত্রে পাকিস্তানের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়।

এই শর্ত দিয়ে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির সূচি ও ভেন্যু চূড়ান্ত হওয়ার অপেক্ষায় আছে আইসিসির টেবিলে। দুই-একদিনের মধ্যেই চ্যাম্পিয়নস ট্রফির সূচি ঘোষণা করতে পারে আইসিসি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসীন নাকভি বর্তমানে আরব আমিরাতে আছেন। সেখানে সাবেক এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কর্মকর্তা ও বর্তমান আইসিসির পরিচালক মুবাশির উসমানির সঙ্গে সাক্ষাত করেছেন। সেই সাক্ষাতে বিকল্প ভেন্যু শ্রীলঙ্কার বিষয়টিও জানিয়েছেন। শুধু তাই নয়, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও তার সঙ্গে আলোচনা করেছেন বোর্ড প্রধান।