খেলাধুলা

শামীমের শেষের ঝড়ে মাঝারি মানের পুঁজি বাংলাদেশের

সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুটি জিনিস পাল্টালো না। এক, ওয়েস্ট ইন্ডিজের টস জয়। দুই, লিটন দাসের ফর্ম।

প্রথম টি-টোয়েন্টি ক্যারিবীয়ান অধিনায়ক রোভম্যান পাওয়েল টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান। এই ম্যাচেও তা-ই করলেন। আগের টি-টোয়েন্টিতে গোল্ডেন ডাক পাওয়া লিটন এই ম্যাচে নিজেকে ওপেনিংয়ে ফিরিয়েছিলেন। কিন্তু মাঠে তার ভাগ্য ফেরেনি। ১০ বলে ৩ রান করে ফেরেন সাজঘরে। অধিনায়কের ব্যর্থতার দিনে বড় পুঁজি পায়নি বাংলাদেশও। সিরিজ জয়ের মিশনে থাকা বাংলাদেশ আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১২৯ রান করে। শামীমের শেষের ঝড়ে বাংলাদেশ মাঝারি মানের পুঁজি পেয়েছে। ১৭ বলে ৩৫ রান করেন শামীম। ২০৫.৮৮ স্ট্রাইক রেটে ব্যাটিং করা শামীম ২টি করে চার ও ছক্কা হাঁকান।

এছাড়া আফিফের জায়গায় দলে ফেরা মেহেদী হাসান মিরাজ ২৫ বলে ২৬ রান করে মান রাখেন। জাকের আলী করেন ২০ বলে ২১ রান। বাকিরা কেউ বিশের ঘর পেরোতে পারেনি। দুই অঙ্ক ছুঁয়েছেন কেবল সৌম্য ও মাহেদী। দুজনই ১১ রানের দুটি ইনিংস খেলেন।

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৪ রানে ম্যাচ জিতেছিল। আজ জিতলে সিরিজ জিতবে বাংলাদেশ। এমন সমীকরণে টস হেরে ব্যাটিংয়ে নেমে তেমন দাপট দেখাতে পারেনি। এবার বোলারদের নিজেদের মেলে ধরার পালা। এই বছর কিংসটাউনে আগে ব্যাটিং করা সবগুলো দল ম্যাচ জিতেছে। বোলাররা এই পরিসংখ্যান থেকে আত্মবিশ্বাস পাবে নিশ্চয়ই।