খেলাধুলা

ভিনিসিয়াস জিতলেন ‘ফিফা দ্য বেস্ট’

‘ফিফা দ্য বেস্ট’ জিতলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। প্রথমবারের মতো ফিফার বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কার জিতলেন ভিনিসিয়াস। কাতারের রাজধানী দোহার বিখ্যাত এস্পায়ার অ্যাকাডেমিতে মঙ্গলবার রাতে ভিনিসিয়াসের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। 

ব্যালন ডি’অরের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত জেতা হয়নি রিয়াল মাদ্রিদ তারকার। এ নিয়ে বিতর্ক কম হয়নি। কেন তিনি ব্যালন ডি’ অর জেতেননি সেই ব্যাখ্যাও দিতে হয়েছে। এবার ফিফা তাকে দিল সেরা খেলোয়াড়ের স্বীকৃতি। নিশ্চিতভাবেই ফিফার স্বীকৃতিতে কিছুটা হলেও দুঃখ ভুলেছেন ভিনি। 

গত মৌসুম দারুণ কাটিয়েছেন ব্রাজিলের ফরোয়ার্ড। রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত মৌসুমে ২৪ গোল করেন। জেতেন চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও সুপার কোপা। গোল করেছেন চ্যাম্পিয়নস লিগ ফাইনালে বরুশিয়া ডর্টমুন্টের বিপক্ষেও। সুপার কোপার ফাইনালে বার্সেলোনার বিপক্ষে করেন হ্যাটট্রিক। 

২০০৭ সালের পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে ভিনিসিয়াস জিতলেন ‘ফিফা দ্য বেস্ট’। ক্রিস্টিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচের পর রিয়াল মাদ্রিদের তৃতীয় ফুটবলার হিসেবে ‘দ্য বেস্টে’-র পুরস্কার পেলেন।

ব্যালন ডি অ’রের মতো এখানেও ভিনিসিয়াসের মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন রড্রি। কিন্তু পয়েন্টে সবাইকে ছাড়িয়ে ভিনি জিতেছেন পুরস্কার। তার পয়েন্ট ছিল ১০। রড্রি পান ৪৩ পয়েন্ট। 

পুরস্কার পাওয়ার পর, ভিনিসিয়াস তার রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিলিয়ান সতীর্থদের, পরিবারকে এবং ফ্ল্যামেঙ্গো, যে ক্লাবটি তাকে লাইমলাইটে এনেছিল তাদের ধন্যবাদ জানিয়েছেন।

ভিনিসিয়াসের সেরার মঞ্চে দেওয়া হয়েছে আরো পুরস্কার। নারীদের মধ্যে বর্ষসেরা ফুটবলার হয়েছেন স্পেনের আইতানা বনমাতি। বর্ষসেরা কোচ হয়েছেন রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। বর্ষসেরা গোলকিপারের পুরস্কার পেয়েছেন আর্জেন্টাইন তারকা এমি মার্টিনেজ। বর্ষসেরা নারী কোচ ইংলিশ কোচ এমা হেইস।