কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর আগে শাহীন শাহ আফ্রিদিকে ঘোষণা দিয়েও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলাতে পারেনি। প্রথমত, চোটের কারণে আফ্রিদি খেলতে পারেননি। দ্বিতীয়ত, সুস্থ হয়ে ফিরলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে খেলাতে অনুমতি দেয়নি। এবার সেসব জটিলতা নেই।
আফ্রিদির ফাঁকা সময়ে তাকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। যে দলে আছেন তামিম ইকবাল। গতবার তার নেতৃত্বে বরিশাল চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও বরিশালের দল গুছিয়েছেন তামিম।
পিসিবি এবার আফ্রিদিকে দিয়েছে অনাপত্তিপত্র। তবে পুরো আসরে তাকে পাওয়া যাবে না। ৩০ ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএল। পিসিবি তাকে বিপিএল খেলতে অনুমতি দিয়েছে ১৫ জানুয়ারি পর্যন্ত।
ফরচুন বরিশালের গণমাধ্যম বিভাগ এ খবর নিশ্চিত করেছে।
ফরচুন বরিশাল: সরাসরি চুক্তিতে: তাওহীদ হৃদয়, ডেভিড মালান (ইংল্যান্ড), ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা), কাইল মেয়ার্স (ওয়েস্ট ইন্ডিজ), ফাহিম আশরাফ (পাকিস্তান), মোহাম্মদ আলি (পাকিস্তান) ও খান জাহানবাদ (পাকিস্তান) ও শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান)।
ধরে রাখা: তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।
ড্রাফট থেকে: মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, জেমস ফুলার (ইংল্যান্ড), পাথুম নিসাঙ্কা (শ্রীলঙ্কা), ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, নাদ্রে বার্গার (দক্ষিণ আফ্রিকা), শহিদুল ইসলাম ও আরিফুল ইসলাম।