নিরপেক্ষ ভেন্যু রেখে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির সূচি চূড়ান্ত করেছে আইসিসি। আজ বৃহস্পতিবার বিকেলে এক বার্তায় বিষয়টি জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। দুই-একদিনের মধ্যেই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির চূড়ান্ত সূচি প্রকাশ করবে।
শুধু ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিই নয়, আগামী দুই বছর অর্থাৎ ২০২৫ সাল থেকে ২০২৭ পর্যন্ত আইসিসির সকল ইভেন্টে ভারত ও পাকিস্তানের সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সেটা যেমন পুরুষ দলের আয়োজনের ক্ষেত্রে, তেমনি নারী ক্রিকেট দলের আয়োজনের ক্ষেত্রেও। বৈশ্বিক আসরে ভারত ও পাকিস্তানের জন্য আজ নিরপেক্ষ ভেন্যুর বিষয়টিতে অনুমোদন দেয় আইসিসি।
সেক্ষেত্রে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি (পাকিস্তান), ২০২৫ নারী বিশ্বকাপ (ভারত) ও ২০২৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে (ভারত-শ্রীলঙ্কা) ভারত ও পাকিস্তানের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি পাকিস্তানকে ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক নির্ধারণ করা হয়। এই টুর্নামেন্টের ক্ষেত্রে নিরপেক্ষ ভেন্যুর বিষয়টি প্রযোজ্য হবে।
এছাড়া ২০২৯ থেকে ২০৩১ সালের যেকোনো একটি নারীদের বিশ্বকাপ অস্ট্রেলিয়াকে আয়োজনের সুযোগ দেওয়া হয়।