জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে টানা তিন জয় তুলে নিয়েছে খুলনা বিভাগ। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর, ২০২৪) সপ্তম ম্যাচে তারা রংপুর বিভাগকে হারিয়েছে ৩৪ রানের ব্যবধানে। তাতে প্লে’অফ তথা শেষ চার নিশ্চিত হয়েছে তাদের। ৭ ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে খুলনা আছে টেবিলের তৃতীয় স্থানে।
অন্যদিকে নাজমুল হোসেন শান্তর অলরাউন্ড নৈপূণ্যে সপ্তম ম্যাচে এসে দ্বিতীয় জয় পেয়েছে রাজশাহী বিভাগ। শান্ত্বনার জয়ের ম্যাচে তারা সিলেট বিভাগকে হারিয়েছে ২৬ রানে। ৭ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে রাজশাহী আছে সপ্তম স্থানে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী আগে ব্যাট করতে নেমে শান্তর ৭৮ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৮১ রান তোলে। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান করতে পারে সিলেট।
শান্ত ৪৮ বলে ৬টি চার ও ৫ ছক্কায় খেলেন ৭৮ রানের ইনিংস। সাব্বির হোসেন ১৪ বলে ৪টি চার ও ২ ছক্কায় খেলেন ৩০ রানের ক্যামিও ইনিংস। এছাড়া হাবিবুর রহমান সোহান ২ চার ও ২ ছক্কায় ২৫ ও তৌহিদ হৃদয় করেন ২১ রান।
বল হাতে সিলেটের খালেদ আহমেদ ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩টি উইকেট নেন। ইবাদত হোসেন ৪ ওভারে ২৯ রান দিয়ে ২টি ও তোফায়েল আহমেদ ৩ ওভারে ৩৫ রান দিয়ে নেন ২টি উইকেট।
জবাব দিতে নেমে জিসান আলম ও পিনাক ঘোষের ব্যাটে ভর করে জয়ের স্বপ্ন দেখছিল সিলেট। কিন্তু বাকিরা সুবিধা করতে না পারায় জয় পাওয়া হয়নি স্বাগতিক দলের। জিসান ৩২ বলে ২টি চার ও ৫ ছক্কায় করেন ৬০ রান। আর পিনাক ২ চার ও ১ ছক্কায় করেন ২৭ রান। এর বাইরে তোফায়েল ১৮ ও নাইস হোসেন সাকিব করেন অপরাজিত ১২ রান।
বল হাতে রাজশাহীর সেরা ছিলেন আসাদুজ্জামান পায়েল। তিনি ৪ ওভারে ২৪ রান দিয়ে ৪টি উইকেট নেন। ব্যাটের পর বল হাতেও অবদান রাখেন শান্ত। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ১টি উইকেট নেন। তাতে ম্যাচসেরার পুরস্কারও জিতেন তিনি।
অন্যদিকে রংপুরের বিপক্ষে খুলনা আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ মিথুনের ৫ চার ও ৪ ছক্কায় করা ৭১, আজিজুল হাকিম তামিমের ৭ চার ও ৪ ছক্কায় করা ৬৬ ও ইমরুল কায়েসের ১৬ বলে ৪টি চার ও ২ ছক্কায় করা অপরাজিত ৪০ রানের ইনিংসে ভর করে ৪ উইকেটে ১৯৫ রান করে।
জবাব দিতে নেমে আকবর আলীর ২৯ বলে খেলা ২ চার ও ৫ ছক্কার ৫২ রানের ইনিংসে ভর করেও ৯ উইকেট হারিয়ে ১৬১ রানের বেশি করতে পারেনি রংপুর। আকবর ছাড়া তানবীর হায়দার ২৬, আব্দুল্লাহ আল মামুন ২৭, মোহাম্মদ এনামুল ১৬ ও মুকিদুল ইসলাম অপরাজিত ১৬ রান করেন।
বল হাতে খুলনার শেখ পারভেজ জীবন ও টিপু সুলতান ৩টি করে উইকেট নেন।
এই ম্যাচ হারলেও ৭ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে রংপুর। তারা ঢাকা মেট্রোর বিপক্ষে খেলবে প্রথম কোয়ালিফায়ার।