অবশেষে আসছে সেই মহেন্দ্রক্ষণ। রাত পোহালেই বাজবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুর দামামা। না, ময়দানি লড়াই নয়, বিপিএলের দামামা বাজবে বিখ্যাত পাকিস্তানি শিল্পি রাহাত ফতেহ আলী খানের মিউজিক্যাল ফেস্ট দিয়ে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় শুরু হবে কনসার্টটি। চলবে রাত ৯টা পর্যন্ত। এক নজরে ঢাকায় বিপিএল মিউজিক ফেস্টের খুঁটিনাটি তুলে ধরা হলো।
কখন কোথায়: বিপিএলে তিনটি মিউজিক ফেস্ট হবে। প্রথমটিতে সোমবার ঢাকায় পারফর্ম করবেন রাহাত ফতেহ আলী খান। মিরপুর শের-ই-বাংলায় বিকেল সাড়ে ৪টায় শুরু হয়ে শেষ হবে রাত ৯টায়। গেট খোলা হবে দুপুর আড়াইটায়। বন্ধ হবে সাড়ে ৪টায়।
লাইন আপ: ঢাকায় বিপিএল মিউজিক ফেস্টের প্রধান আকর্ষণ রাহাত ফতেহ আলী খান। এ ছাড়া দেশীয় ব্যান্ডের মধ্যে আছে মাইলস, অ্যাভয়েড রাফা, জেফার, মুজা, সঞ্জয় ও হান্নান।
টিকিট সোল্ড-আউট: প্রিমিয়াম টিকিটের মূল্য সর্বোচ্চ ১২ হাজার টাকা আর সর্বনিম্ন ক্লাব হাউজের মূল্য আড়াই হাজার টাকায় প্রথমে টিকিট ছেড়েছিল বিসিবি। পরবর্তীতে সর্বোচ্চ ৮ হাজার ও সর্বনিম্ন পাঁচশত টাকা করা হয়। টিকিট বিক্রির অনলাইনমাধ্যম টিকিফাই জানিয়েছে, তাদের সব টিকিট বিক্রি হয়ে গেছে। আপাতত কেউ কিনতে চাইলেও সেই সুযোগ নেই।
নিতে হবে “কাগুজে টিকিট”: সম্পূর্ণ টিকিট অনলাইনে বিক্রি করা হলেও নিতে হবে কাগুজে টিকিট। অনলাইন টিকিট নিয়ে কনসার্ট দেখতে যাওয়া যাবে না। আজ বিকেলে থেকে রাত ৯টা পর্যন্ত টিকিট সংগ্রহ করা যাবে।
“জোন ৩৬”: জুলাই-আগস্টের অভ্যুত্থানে আহতদের জন্য একটি বিশেষ ব্যবস্থা রেখেছে বিসিবি। “জোন ৩৬” নামে এই জোনে ১০০টি আসন সংরক্ষিত থাকবে।
“ডানা ৩৬”: ‘ডানা ৩৬’- বিপিএলের অফিসিয়াল মাসকট। মাসকটটি- ডানা বা পাখা প্রসারিত করা একটি ‘‘সাদা পায়রা’’ যা শান্তির প্রতীক এবং প্রতিপাশে ১৮টি করে মোট ৩৬টি রঙিন পালক উপস্থাপন করে ৩৬ শে জুলাই ২০২৪ পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনের অবিস্মরণীয় স্মৃতিকে, যা প্রতিটি স্বপ্নবাজ, উদ্যমী, অপ্রতিরোধ্য তরুণকে নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা যোগায়।
“আবার এলো বিপিএল”: ‘‘খেলায় মাতো, সবাই মিলে, এলাকা কাঁপাও, ছক্কা চারে, বাংলার হৃদয়, উৎসবে নাচে, বিজয় উল্লাস, ঘরে ঘরে, লাল সবুজের পতাকা উড়ে, বাংলাদেশের আকাশজুড়ে, বিপিএলের ঝড়, দেশে এলো দিন বদল, আবার এলো বিপিএল…’’
এমন কথায় উন্মোচিত হয়েছে বিপিএল থিম সং। জুলাই অভ্যুত্থানের ছোঁয়ায় গানটি তৈরি করে মুজা, হান্নান ও রাফা। গানের দুটি লাইন লিখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস।
ট্রফি ট্যুর: আইসিসি বিশ্বকাপ কিংবা ফিফা ফুটবল বিশ্বকাপের মতো বিপিএলের ট্রফি ট্যুর হবে। শুধু ট্রফি নয় মাসকট ট্যুরও হবে।
জিরো ওয়েস্ট অ্যানাউন্সমেন্ট: বিপিএলের মাধ্যমে হাতে নেওয়া হয়েছে জিরো ওয়েস্ট অ্যানাউন্সমেন্টের কার্যক্রম। সঙ্গে থাকবে স্পেশাল টিকিট। বর্জ্যকে সম্পদে রুপান্তর করা তথা ফেলে না দিয়ে রিসাইকেল করা, নতুন না কিনে পুরনোটা কাজে লাগানো, অন্যান্য জিনিস পুনঃপুনঃ ব্যবহার করা, সর্বপরি খরচ কমানোই হচ্ছে জিরো ওয়েস্ট।
আবু সাঈদ স্ট্যান্ড ও মুগ্ধ কর্নার: বিপিএলে জুলাই গণঅভ্যুত্থানের নানা বিষয় ফুটিয়ে তোলা হবে। তারই ধারবাহিকতায় লঞ্চ করা হবে ‘শহীদ আবু সাঈদ স্ট্যান্ড।’ থাকবে নানা গ্রাফিতি। শহীদ মুগ্ধ থেকে অনুপ্রাণিত হয়ে বিপিএলে ফ্রি পানির ব্যবস্থা আগেই ঘোষণা হয়েছিল।
ময়দানি লড়াই কবে শুরু: ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে ৩০ ডিসেম্বর শুরু হবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতাটি। বিপিএলের একাদশ আসরে সাত দল অংশ নিচ্ছে। মোট ৪৬ ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা হবে ঢাকা, সিলেট এবং চট্টগ্রামে। ফাইনাল ম্যাচ হবে ৭ ফেব্রুয়ারি। বাড়তি একদিন রিজার্ভ হিসেবে রাখা হয়েছে।