খেলাধুলা

দারুণ জয়ে বার্সাকে পেছনে ফেলে দুইয়ে রিয়াল

স্প্যানিশ লা লিগায় রোববার (২২ ডিসেম্বর, ২০২৪) রাতে দারুণ এক জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তারা ৪-২ গোলে হারিয়েছে সেভিয়াকে। আর এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল। শুধু তাই নয়, শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গেও পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছে তারা।

১৮ ম্যাচ থেকে রিয়ালের সংগ্রহ ৪০ পয়েন্ট। সমান ম্যাচ থেকে অ্যাটলেটিকোর সংগ্রহ ৪১ পয়েন্ট। আর ১৯ ম্যাচ খেলা বার্সেলোনার ঝুলিতে আছে ৩৮ পয়েন্ট।

এদিন ঘড়ির কাটা দুই অঙ্কের কোটা ছুঁতে না ছুঁতেই গোল পেয়ে যায় রিয়াল। ১০ মিনিটের মাথায় বাম দিক থেকে রদ্রিগোর বাড়ানো বল ডি বক্সের সামনে পেয়েই ডান পায়ে জোরালো শট নেন কিলিয়ান এমবাপ্পে। বল জালে জড়ায়।

২০ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন ফেদেরিকো ভালভার্দে। এ সময় কর্নার পায় রিয়াল। কর্নার থেকে দানি সেবালোস বল বাড়ান ইডুয়ার্ডো কামাভিঙ্গার উদ্দেশ্যে। তিনি আবার বল বাড়িয়ে দেন ডি বক্সের সামনে থাকা ভালভার্দেকে। বল পেয়েই ডান পায়ের শটে নিশানাভেদ করেন তিনি।

৩৪ মিনিটের মাথায় ব্যবধান ৩-০ করেন রদ্রিগো। এ সময় ডানদিক দিয়ে দ্রুত আক্রমণে ওঠেন লুকাস ভাসকেজ। এরপর বল বাড়িয়ে দেন ডি বক্সে ঢুকে পড়া রদ্রিগোকে। রদ্রিগো ডান পায়ের শটে জাল কাঁপান। অবশ্য পরের মিনিটেই সেভিয়ার ইসাক রোমেরো দারুণ এক হেডে গোল করে ব্যবধান কমান।

বিরতির পর গোল পান রিয়ালের ব্রাহিম দিয়াজ। এ সময় ডি বক্সের বাইরে থেকে আলতো টোকায় ভেতরে দিয়াজকে বল দেন এমবাপ্পে। দিয়াজ বল পেয়ে বাম পায়ের শটে গোল করে ব্যবধান ৪-১ করে ফেলেন।

ম্যাচের শেষ মুহূর্তে আরও একটি গোল শোধ দেয় সেভিয়া। ৮৫ মিনিটে পাল্টা আক্রমণে বল নিয়ে উঠে পড়েন সেভিয়ার দদি লুকেবাকিও। এরপর গোলরক্ষককে একা পেয়ে নিখুঁত শটে গোল করেন। কিন্তু ৪-২ ব্যবধানের পরাজয় এড়াতে পারেননি।