খেলাধুলা

১৯ বছরেই অস্ট্রেলিয়া দলে অভিষেক কনস্টাসের

গেল কয়েকদিন ধরে আলোচনায় স্যাম কনস্টাসের নাম। ১৯ বছর বয়সী এই কিশোরকে ডাকা হয়েছে অস্ট্রেলিয়া টেস্ট দলে। শুধু ডাকাই নয়, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর, ২০২৪) থেকে শুরু হতে যাওয়া বক্সিংডে টেস্টে ভারতের বিপক্ষে সবচেয়ে কম বয়সী চতুর্থ অজি ক্রিকেটার হিসেবে অভিষেকও হতে যাচ্ছে।

তবে তারকা ব্যাটসম্যান ট্র্যাভিস হেডের ফিটনেস নিয়ে শঙ্কা রয়েছে। তাকে নাও পেতে পারে অস্ট্রেলিয়া। যদিও কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বেশ আশাবাদী হেডকে পাওয়া নিয়ে।

বৃহস্পতিবার স্যাম কনস্টাসের বয়স হবে ১৯ বছর ৮৫ দিন। তার চেয়ে কম বয়সে অস্ট্রেলিয়া দলে অভিষেক হয়েছিল কেবল  ইয়ান ক্রেইগ, বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স ও টম গারেটের।

আন্তর্জাতিক অঙ্গনে কনস্টাস অপরাজিত হলেও ঘরোয়া ক্রিকেটে কিন্তু তিনি পরিচিত এক নাম। অমিত প্রতিভা, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস তাকে অস্ট্রেলিয়ান ক্রিকেটের ভবিষ্যত সম্ভাবনাময় তারকার আসন দিয়েছে। তার ব্যাটিং অ্যাপ্রোচ, চাপ সামলানোর অনন্য ক্ষমতা তাকে অন্যদের চেয়ে আলাদা করে চিনিয়েছে।

স্কুল ক্রিকেট থেকেই তিনি নিজের জাত চেনাচ্ছেন। গ্রেড ক্রিকেটে তিনি ৫ হাজার রান করেছিলেন।মূলত ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রাইম মিনিস্টার একাদশের হয়ে ৯৭ বলে ১০৭ রানের ইনিংস খেলে নির্বাচকদের নজরে আসেন। স্টিভেন স্মিথ মিডল অর্ডারে চলে যাওয়ায় টেস্ট দলে সুযোগ মিলে যায় তার।

এ পর্যন্ত তিনি ১১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ৫১.৭৬ গড়ে রান করেছেন ৭১৮টি। ২টি সেঞ্চুরির পাশাপাশি ৩টি হাফ সেঞ্চুরি রয়েছে তার। সর্বোচ্চ সংগ্রহ ১৭২। ভারতের বিপক্ষে অভিষেকে কেমন কি করেন এবার সেটা দেখার পালা।