মেলবোর্নে আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর, ২০২৪) থেকে শুরু হয়েছে বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্ট। টস জিতে ব্যাট করতে নেমে টপ অর্ডারের চার ব্যাটসম্যানের ফিফটিতে ভর করে প্রথম দিন নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। ৮৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১১ রান তুলে প্রথম দিন শেষ করেছে তারা। স্টিভেন স্মিথ ৬৮ ও প্যাট কামিন্স ৮ রানে অপরাজিত আছেন। তারা দুজন আগামীকাল শুক্রবার ভোরে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন।
ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে স্যাম কনস্টাস ও উসমান খাজা ৮৯ রান তোলেন। এ সময় অভিষেক ম্যাচে নিজের ব্যাটিং কারিশমা দেখান কনস্টাস। জাসপ্রিত বুমরাহর মতো বোলারদের তুলোধুনো করেন দুই ওভারে ৩২ রান তুলে। মোহাম্মদ সিরাজকেও ছেড়ে কথা বলেননি তিনি। তাতে অভিষেক ম্যাচে ৫২ বলে পূর্ণ করেন ফিফটি। আর ৬৫ বল খেলে ৬টি চার ও ২ ছক্কায় ৬০ রান করে রবীন্দ্র জাজেদজার বলে এলবিডব্লিউ হন। যাওয়ার আগে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে উপস্থিত হাজার হাজার দর্শককে ব্যাটিং ঝলক দেখিয়ে বিনোদিত করে যান।
এরপর খাজা ও মার্নাস ল্যাবুশেন দলীয় সংগ্রহকে ১৫৪ পর্যন্ত টেনে নেন। খাজাকে ফিরিয়ে ৬৫ রানের এই জুটি ভাঙেন বুমরাহ। ৬ চারে ৫৭ রান আসে খাজচার ব্যাট থেকে। সেখান থেকে ল্যাবুশেন ও স্টিভেন স্মিথ ৮৩ রানের জুটি গড়েন তৃতীয় উইকেটে। ২৩৭ রানে ওয়াশিংটন সুন্দরের বলে ল্যাবুশেন আউট হলে ভাঙে এই জুটি। ল্যাবুশেন ৭ চারে ৭২ রান করেন।
এরপর অবশ্য দ্রুত দুটি উইকেট হারায় অজিরা। ২৪০ রানের মাথায় নতুন ব্যাটসম্যান ট্র্যাভিস হেড বোল্ড হয়ে যান বুমরাহর বলে। ৭ বল খেলে কোনো রান করতে পারেননি ভয়ঙ্কর এই ব্যাটসম্যান। এরপর ২৪৬ রানের মাথায় মিচেল মার্শকেও আউট করেন বুমরাহ। মার্শ ৪ রানের বেশি করতে পারেননি।
তারপর সপ্তম উইকেটে স্মিথ ও ক্যারি ৫৩ রানের জুটি গড়েন। ২৯৯ রানের মাথায় ক্যারি আউট হলে ভাঙে এই জুটি। আকাশদীপের বলে আউট হওয়ার আগে ১ ছক্কায় ৩১ রান করে যান ক্যারি।সেখান থেকে ১২ রানের জুটি গড়ে দলীয় সংগ্রহকে ৩১১ পর্যন্ত নিয়ে দিন শেষ করেন স্মিথ ও কামিন্স।