ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও সাভার গলফ ক্লাবের আয়োজন আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে ‘নবম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট-২০২৪।’ ৬টি ক্যাটাগোরিতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৪০০ গলফার অংশ নিয়েছেন এবারের আসরে। সাভার গলফ কোর্সে তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।
আজ শুরু হলেও ২৮ ডিসেম্বর সকালে হবে আনুষ্ঠানিক উদ্বোধন। আর বিকেলে হবে সমাপনী ও পুরস্কার বিতরণী।
এবারের প্রতিযোগিতা ছয়টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হচ্ছে। ক্যাটাগরিগুলো হলো পুরুষদের ১৮ হোল (গর্ত), পুরুষদের ৯ হোল (গর্ত), সিনিয়র (৬০ থেকে ৬৯ বছর), ভেটেরান (৭০ উর্ধ্ব), লেডিস ও জুনিয়র (১৫ বছর কিংবা তার কম)।
এবার ৬ ক্যাটাগোরিতে মোট ১৮টি পুরস্কার দেওয়া হবে। তার মধ্যে ১৮ হোলে (গর্ত) ছয়টি, ৯ হোলে চারটি, সিনিয়রদের দুটি, ভেটেরানদের দুটি, লেডিসদের দুটি ও জুনিয়রদের দুটি। এছাড়া আরও দুটি কমন পুরস্কার দেওয়া হবে। তার একটি ‘নিয়ারেস্ট টু পিন’ এবং ‘লংগেস্ট ড্রাইভ’।