খেলাধুলা

চিটাগংয়ের আমন্ত্রণে ব্যাটিংয়ে খুলনা

আজ দুপুর ১২টায় শুরু হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ। প্রথম ম্যাচ এগিয়ে আনা হয়েছে দেড় ঘণ্টা।  দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মিরপুরে মুখোমুখি হয়েছে চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। টস জিতে চিটাগং কিংস ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে খুলনা টাইগার্সকে।

লম্বা সময় পর চিটাগং কিংস বিপিএলে ফিরল। প্রথম দুই আসরের পর তারা বিপিএলে অংশগ্রহণ করেনি। সবশেষ কয়েক আসরে এই দলটির মালিকানায় ছিল আকতার গ্রুপ। তারা দল পরিচালনা করেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নামে। চিটাগং কিংসকে নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ মিঠুন। 

খুলনা টাইগার্স শেষ কয়েক বিপিএলে নিয়মিত দল। এবারও তারা ভালো দল গুছিয়েছে। দলটির নেতৃত্বে রয়েছে মেহেদী হাসান মিরাজ। জয় দিয়ে দুই দলই বিপিএল যাত্রা শুরু করতে চায়। কার মুখে শেষ হাসি ফোটে সেটাই দেখার। 

বিপিএলের প্রথম দিনে দুই ম্যাচে রান উৎসব হয়েছে। চার-ছক্কার ফুলঝুরি ছুটেছে। আজকেও বড় রান, প্রতিদ্বন্দ্বীতামূলক ম্যাচের প্রত্যাশা করছেন ক্রিকেট সমর্থকরা। 

খুলনা টাইগার্স একাদশ: মেহেদী হাসান মিরাজ, নাঈম শেখ, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, আবু হায়দার রনি, মোহাম্মদ নওয়াজ, ওশানে থমাস, ইব্রাহিম জাদরান ও উইলিয়াম বিসিসটো

চিটাগং কিংস: মোহাম্মদ মিঠুন, উসমান খান, হায়দার আলী, শামীম হোসেন, পারভেজ হোসেন ইমন, থমান ও’ কর্নেল, ওয়াসিম জুনিয়র, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও আলিস আল ইসলাম।