খেলাধুলা

‘রানা জানে নিজের যত্ন কীভাবে নিতে হবে’

প্রথম ম্যাচে উইকেটের দেখা পাননি, বল হাতে ছিলেন কৃপণ। দ্বিতীয় ম্যাচে এসেই নাহিদ রানা গতির তোপে লণ্ডভণ্ড করেছেন প্রতিপক্ষকে। জাতীয় দলের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, টানা খেলতে থাকা পেসার রানা কি নিজেকে ইনজুরি মুক্ত রাখতে পারবেন? 

এমনিতেই পেসাররা ইনজুরি প্রবণ। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে রংপুর রাইডার্সের দ্বিতীয় ম্যাচ শেষে অধিনায়ক নুরুল হাসান সোহানের কাছে প্রশ্ন ছুটে যায় নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে।

সোহানের মতে রানা জানেন তার কীভাবে যত্ন নিতে হবে, “দেখেন, আমার মনে হয় পেস বোলার যারাই থাকে, সবাইরই একটা সেট আপ থাকে কীভাবে কীভাবে নিজেরে মেইনটেইন করবে। একই সঙ্গে দল যেটা চাচ্ছে, ও ওটা দেওয়ার চেষ্টা করছে। ও খুব ভালো মতো জানে নিজের যত্ন কীভাবে নিতে হবে।”

“অবশ্যই বিসিবি থেকে ফিজিও ট্রেনার সবাই মনিটরিং করছে। এটা আমার কাছে মনে হয় খুব বড় ইস্যু না। আমার কাছে মনে হয় এখন ওই দিন নাই যে, পেস বোলার যেভাবে গ্রো আপ হচ্ছে; সবাই সবারটা জানে কার কী করতে হবে।”

আজ রানা মাত্র ২৭ রান দিয়ে চার উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। টস জিতে ব্যাটিং করতে নেমে রংপুর তোলে ১৫৩ রান। রানার তোপে মাত্র ১২১ রানে থামে সিলেটের ইনিংস। ৩৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে সোহান অ্যান্ড কোং। টানা দুই ম্যাচে এটি রংপুরের দ্বিতীয় জয়। 

চলতি বছরের মার্চে রানার টেস্ট অভিষেক হয়। এখন পর্যন্ত খেলেছেন ৬টি টেস্ট। নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে অভিষেকের পর থেকে খেলেছেন ৩টি ওয়ানডে। সামনেই আছে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ ইভেন্ট। বিপিএলে টানা খেলে গেলে ইনজুরির শংকাও বাড়তে পারে। 

সোহান বলেন, “ও ফ্রিলি বল করছে। ওর গতি আছে। নাহিদ ওর মতো বল করছে। ওর যখন কোন কিছু নিয়ে দ্বিধা থাকে, আমার সঙ্গে শেয়ার করে। আমার কাছে মনে হয় ও ওর শতভাগ দেওয়ার চেষ্টা করছে। ভালো বল করছে। দুইটা ম্যাচ হলো, দল থেকে চাইবো ও যেভাবে একশ ভাগ দেওয়ার চেষ্টা করছে, এটাই দেওয়ার চেষ্টা করুক। প্রসেসটা ফলো করুক।”