পাকিস্তানের তিন ফরম্যাটের নিয়মিত ওপেনার সায়েম আইয়ুব ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারবেন কিনা নিশ্চিত নন।
কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ফিল্ডিংয়ের সময় পায়ের গোড়ালিতে ব্যথা পান সায়েম। স্ক্যান করানোর পর রিপোর্টে জানা যায়, তার গোড়ালিতে চিড় ধরা পড়েছে এবং সুস্থ হতে ছয় সপ্তাহ সময় লাগবে। কেপটাউন টেস্টে আর খেলা না হলেও দলের সঙ্গে থাকবেন বাঁহাতি তরুণ ওপেনার। পুরো দলের সঙ্গে দেশে ফিরবেন তিনি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড শনিবার বলেছে যে, সায়েমের এমআরআই এবং অন্যান্য পরীক্ষা করা হয়েছে এবং ডাক্তাররা তাকে ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বাউন্ডারিতে ফিল্ডিং করার সময় পায়ের গোড়ালিতে চোট পান। পিটিআইকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা বলেছেন, ‘‘তার ডান গোড়ালির ফ্র্যাকচারের চোট রয়েছে যা সেরে উঠতে কমপক্ষে ছয় সপ্তাহ সময় লাগবে।’’
সায়েমের পা একটি বুন দ্বারা ঢেকে দেওয়া রয়েছে। পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে এটি ব্যবহার করা হয়। চ্যাম্পিয়নস ট্রফিতে সায়েম খেলতে না পারলে তা হবে পাকিস্তানের জন্য বড় ধাক্কা।
১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির পর্দা উঠবে। খেলা হবে পাকিস্তান এবং দুবাইয়ে। পাকিস্তান এই টুর্নামেন্টের পূর্ণাঙ্গ আয়োজক। ভারত পাকিস্তান যাবে না বলে দুবাইয়ে হবে তাদের ম্যাচগুলো।