খেলাধুলা

দারুণ শুরুর পর ধীরগতির ব্যাটিংয়ে চ্যালেঞ্জ ছুড়তে পারেনি রাজশাহী 

পাওয়ার প্লেতে ৬০ রান তোলার পরও ফরচুন বরিশালকে চ্যালেঞ্জ ছুড়তে পারেনি দুর্বার রাজশাহী। নির্ধারিত ওভার শেষে ১৬৯ রানের লক্ষ্য দিতে পারে তারা। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (৬ জানুয়ারি) টস হেরে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ১৬৮ রান করে রাজশাহী। আকবর আলী ৯ বলে ১৫ ও রায়ান বার্ল ১১ বলে ১০ রানে অপরাজিত থাকেন। 

জিসান আলম-মোহাম্মদ হারিসের জুটি থেকে আসে ৩০ রান। ১৬ বলে ২২ রানে হারিস আউট হলে ভাঙে জুটি। এরপর জিসানের সঙ্গী হন এনামুল হক বিজয়। দুজনে ৫৫ রানের জুটি গড়ে এগোতে থাকেন। 

জিসান ২৭ বলে ৩৮ রান করেন। অন্য প্রান্তে এনামুল ব্যাটিং করেন ধীরগতিতে। জিসান আউট হলে ইয়াসির আলী এসে ঝড়ো ব্যাটিং করেন। ২৩ বলে ৩৭ রান করেন তিনি। এনামুল ক্রিজে থাকলেও সুবিধা করতে পারেননি। ৩৫ বলে ৩৯ রান করে ১৯তম ওভারে ফেরেন সাজঘরে। এরপর আকবর-বার্ল ইনিংস শেষ করে আসেন। 

বরিশালের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি। ১টি করে উইকেট নেন তানভীর ইসলাম ও ফাহিম আশরাফ।