খেলাধুলা

আইসিসি মাসসেরার দৌড়ে কামিন্স-বুমরাহ-প্যাটারসন

গেল বছরের ‘ডিসেম্বর’ মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে আছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, ভারতের জাসপ্রিত বুমরাহ ও দক্ষিণ আফ্রিকার ড্যান প্যাটারসন। আজ বুধবার (০৮ জানুয়ারি, ২০২৫) বিকেলে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি এই তালিকা প্রকাশ করে।

প্যাট কামিন্স: দীর্ঘ ১০ বছর পর বর্ডার-গাভাস্কার ট্রফি অস্ট্রেলিয়ার দখলে। ভারতের বিপক্ষে ৩-১ ব্যবধানে সিরিজ জিতেছে তারা। এই জয়ের অন্যতম কারিগর হিসেবে আইসিসি মাসসেরার দৌড়ে এগিয়ে আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তিনি ৩ ম্যাচে নিয়েছেন ১৭ উইকেট, গড় ১৭.৬৪। অ্যাডিলেডে টেস্টে করেছেন সেরা বোলিং পারফরম্যান্স, ৫৭ রানে নিয়েছেন ৫ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ে ভর করে অস্ট্রেলিয়া পেয়েছিল ১০ উইকেটের বড় জয়। এছাড়া মেলবোর্ন টেস্টে ব্যাট হাতে দুই ম্যাচে করেছেন ৪৯ ও ৪১ রান এবং উইকেট নিয়েছেন ৬টি। তাতে আইসিসির মাসসেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে তিনি জায়গা করে নিয়েছেন।

জাসপ্রিত বুমরাহ: অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আইসিসি মাসসেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে জায়গা করে নিয়েছেন ভারতের জাসপ্রিত বুমরাহ। তিনি গেল মাসে ২২টি উইকেট নিয়েছেন ১৪.২ গড়ে। ব্রিসবেন ও মেলবোর্ন টেস্টে নিয়েছেন ৯ টি উইকেট যা ভারতকে টুর্নামেন্ট জুড়ে টিকিয়ে রেখেছিল। সেইসাথে বুমরাহকে এনে দিয়েছে ভারতের অন্যান্য খেলোয়ারদের মধ্যে সর্বোচ্চ রেটিং।

ড্যান প্যাটারসন: সম্প্রতি শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আইসিসির মাসসেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা পেসার ড্যান প্যাটারসন। তিনি দুই টেস্টে নিয়েছেন ১৩ উইকেট, গড় ১৬.৯২। শ্রীলঙ্কার বিপক্ষে নিয়েছেন ৫ উইকেট ৭১ রানের বিনিময়ে। পাকিস্তানের বিপক্ষের ম্যাচে নিয়েছেন ৫ উইকেট ৬১ রানে।