স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ৮ হাজার রান পেরিয়ে গেলেন তামিম ইকবাল। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি, ২০২৫) বিপিএলে ফরচুন বরিশালের জার্সিতে রংপুর রাইডার্সের বিপক্ষে এই মাইলফলক পেরিয়েছেন তিনি।
৭ হাজার ৯৯১ রান নিয়ে তামিম সিলেটে মাঠে নেমেছিলেন। ৯ রান পেতে সময় নিয়েছেন বাঁহাতি ওপেনার। নিজের খেলা ১৭তম বলে স্পিনার মাহেদী হাসানকে বাউন্ডারি হাঁকিয়ে ৮ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেন। ব্যাট হাতে পরবর্তীতে ঝড় তুললেও বেশিদূর যেতে পারেননি। ৩৪ বলে ৪০ রান করেন ৪ চার ও ২ ছক্কায়। তাতে টি-টোয়েন্টিতে তার রান হয়েছে ৮ হাজার ৩১।
২৭২ ম্যাচে, ২৭১তম ইনিংসে তামিম ৮ হাজার রানের চূঁড়ায় উঠলেন। যেখানে তামিমের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান ১ হাজার ৭৫৮। খেলেছেন ৭৮ আন্তর্জাতিক টি-টোয়েন্টি। বাকি সব রান করেছেন ঘরোয়া, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও প্রীতি ম্যাচে।
জাতীয় দল বাদে তামিম স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন ২২টি দলে। এর মধ্যে নিজের বিভাগীয় ও বিসিবির দল বাদে রয়েছে বিপিএল, কাউন্টি দল, পিএসএল, এলপিএল, সিপিএল, নিউ জিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের দল। এছাড়া আইসিসি ওয়ার্ল্ড ইলাভেন ও ওয়ার্ল্ড ইলাভেনের হয়েও টি-টোয়েন্টি খেলেছেন দেশের ক্রিকেটের সফলতম এই ব্যাটসম্যান।
তামিমের পর টি-টোয়েন্টিতে রান সংখ্যায় দুইয়ে রয়েছেন সাকিব আল হাসান। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার ৪৪৪ ম্যাচে ৪০৮ ইনিংসে ৭ হাজার ৪৩৮ রান করেছেন। এই ফরম্যাটে মাহমুদউল্লাহর রান ৩০৫ ইনিংসে ৬ হাজার ০৯০। মুশফিকুর রহিম ২৫৯ ইনিংসে করেছেন ৫ হাজার ৮৮২ রান। ৪ হাজার ৯২৫ রান নিয়ে লিটন আছেন পাঁচ নম্বরে। তিনি ইনিংস খেলেছেন ২১৯টি।
বিপিএলে তামিমের রান সবার উপরে। ১০৮ ইনিংসে তামিম ৩ হাজার ৫৫৬ রান করেছেন। পরের তালিকায় রয়েছেন মুশফিকুর রহিম (৩ হাজার ৩২৪), মাহমুদউল্লাহ (২ হাজার ৫৮৬), এনামুল হক (২ হাজার ৫৬৯) ও সাকিব আল হাসান (২ হাজার ৩৯৭)।