খেলাধুলা

০, ২ ও ৯—অবশেষে বাদ পড়লেন লিটন

প্রথম ম্যাচে ৩১ রান করে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ভালো মৌসুমের আভাস দিয়েছিলেন লিটন দাশ। কিন্তু না, পরের তিন ম্যাচে এই উইকেটরক্ষকের ব্যাট থেকে রান আসে যথাক্রমে ০, ২ ও ৯! 

চিটাগং কিংসের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচে এসে লিটন দাসকে বাদ দিয়ে একাদশ গড়েছে ঢাকা ক্যাপিটালস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) টস হেরে ব্যাটিং করছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি।

পঞ্চম ম্যাচে এসে প্রথম জয়ের খোঁজে পাঁচ পরিবর্তন নিয়ে নেমেছে ঢাকা। তিন দেশির সঙ্গে বাদ পড়েন দুই বিদেশিও। এদিকে তৃতীয় ম্যাচে এসে দ্বিতীয় জয়ের খোঁজে নেমেছে চিটাগং কিংস। 

ঢাকা ক্যাপিটালস: তানজিদ হাসান তামিম, মোস্তাফিজুর রহমান, থিসারা পেরেরা, জেসন রয়, ফরমানুল্লাহ শাফি, স্টিফেন এসকিনাজি, শাহাদাত হোসেন দিপু, মুকিদুল ইসলাম মুগ্ধ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত ও নাজমুল ইসলাম অপু।

চিটাগং কিংস: মোহাম্মদ মিথুন, পারভেজ হোসেন ইমন, উসমান খান, হায়দার আলী, শামীম হোসেন, গ্রাহাম ক্লার্ক, ওয়াসিম জুনিয়র, আরাফাত সানি, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও আলিস আল ইসলাম।