খেলাধুলা

ফাইনালে রিয়াল, মুখোমুখি বার্সার

স্প্যানিশ সুপার কোপার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি, ২০২৫) দিবাগত রাতে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত সেমিফাইনালে তারা ৩-০ গোলে হারিয়েছে মায়োর্কাকে।

আগেরদিন আরেক সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে ফাইনালে এসেছে বার্সেলোনা। তাতে ফাইনালে রোববার (১২ জানুয়ারি) দিবাগত রাতে নতুন বছরের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হবে রিয়াল ও বার্সা।

মায়োর্কার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই মুহুর্মুহ আক্রমণ শানিয়েও প্রথমার্ধে গোলের দেখা পায়নি রিয়াল। বিরতির পর ৬৩ মিনিটে রিয়ালকে এগিয়ে নেন জুদ বেলিংহ্যাম। এ সময় ডানদিকে গোললাইনের ওপর থেকে ডি বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন ভিনিসিউস জুনিয়র। এরপর চলতে থাকে গোলের প্রচেষ্টা ও প্রতিহতকরণ। কিন্তু শেষ পর্যন্ত জটলার মধ্যে বেলিংহ্যাম ডান পায়ের আলতো টোকায় বল জালে জড়িয়ে দেন।

বাকি দুটি গোল অবশ্য হয়েছে যোগ করা সময়ে। ৯০+২ মিনিটের মাথায় মার্টিন ভালজেন্ট আত্মঘাতি ও ৯০+৫ মিনিটের মাথায় রদ্রিগো গোল করেন।

৯০+২ মিনিটের মাথায় ভিনিসিউসের বদলি হিসেবে নামা ব্রাহিম দিয়াজ বক্সের বাইরে থেকে ভেতরে বল বাড়িয়ে দেন। সেটা বক্সের মধ্য থেকে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন মায়োর্কার ভালজেন্ট। 

৯০+৫ মিনিটের সময় ডানদিক থেকে বেলিংহ্যামের বাড়ানো ক্রসে পা লাগিয়ে জালে পাঠান রদ্রিগো। তাতে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় রিয়ালের। নিশ্চিত হয় ফাইনাল ও নতুন বছরের প্রথম এল ক্লাসিকো।