পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ২০২১ সালে ‘হল অব ফেম’ তৈরি করেছে। এ বছর সেখানে জায়গা করে নিয়েছেন চার কিংবদন্তি ক্রিকেটার মুস্তাক মোহাম্মদ, ইনজামাম-উল-হক, সাঈদ আনোয়ার ও মিসবাহ-উল-হক।
তাদেরকে হল অব ফেমে জায়গা দিয়ে প্রসংশায় ভাসিয়েছেন পিসিবি প্রধান মোহসীন নাকভি, ‘‘তাদের মতো ক্রিকেটারদের হল অব ফেমে জায়গা দিতে পারাটা পিসিবির জন্যও সম্মানের।’’
এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বর্তমান প্রজন্মের ক্রিকেটাররা তাদের পদাঙ্ক অনুসরণ করে ক্রিকেটে উল্লেখযোগ্য অবদান রাখবে।
মুস্তাক মোহাম্মদকে পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে ভালো মানের অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয়। ইনজামামের ছিল অমিত প্রতিভা ও ম্যাচ জেতানোর অনন্য ক্ষমতা। তিনি পাকিস্তানকে ১৯৯২ সালে বিশ্বকাপ জেতাতে দারুণ অবদান রেখেছিলেন।
কঠিন সময়ে পাকিস্তান দলের অধিনায়কের দায়িত্ব নিয়ে মিসবাহ স্বাক্ষর রেখেছিলেন নিজের। তার সময়ে পাকিস্তান টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল। সাঈদ আনোয়ার তার ক্ল্যাসিক্যাল টেকনিক ও এলিগেন্সের জন্য বিখ্যাত। একজন সেরা উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে তার সময়ের সেরা সেরা বোলাদের যেকোনো কন্ডিশনে মোকাবিলা করেছিলেন দারুণভাবে।