আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ ও ভারত। আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে আজ রোববার (১২ জানুয়ারি, ২০২৫) জানা গেল এই ম্যাচে ভারতের তারকা পেসার জাসপ্রিত বুমরাহর খেলার সম্ভাবনা ক্ষীণ।
জানা গেছে, বর্ডার-গাভাস্কার ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করা বুমরাহ পিঠের সমস্যায় ভুগছেন। এটা থেকে সেরে উঠতে তার বেশ কিছুদিন সময় লাগবে। আগামী মার্চের প্রথম সপ্তাহে সেরে উঠতে পারেন তিনি। এই সময়ের মধ্যে ভারত দুটি ম্যাচ খেলে ফেলবে। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের ও ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে। সেক্ষেত্রে এই দুই ম্যাচে বুমরাহকে পাবে না মেন ইন ব্লুরা।
ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) বুমরাহর ইনজুরির বিষয়ে খুবই সতর্ক। তাই তারা বুমরাহকে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে ডেকে পাঠিয়েছে। সেখানে তার সমস্যাটি পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী করণীয় সম্পর্কে।
এদিকে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দলে বুমরাহকে ঠিক কিভাবে রাখবে সেটা নিয়েও গলদঘর্ম হচ্ছে ভারত। তাকে কি ১৫ সদস্যের দলে রাখবে নাকি রিজার্ভ হিসেবে রাখবে সেটা নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি। যদিও আইসিসির নিয়ম অনুযায়ী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দলে পরিবর্তন আনা যাবে। তার মধ্যে বুমরাহর অবস্থা ভালোভাবেই জানতে পারবে ভারত।
জানা গেছে, জাতীয় ক্রিকেট একাডেমিতে তিন সপ্তাহ রাখা হবে বুমরাহকে। এই সময়ের মধ্যে তাকে অনুশীলন ম্যাচ খেলানো হবে। তার ফিটনেস দেখা হবে। খেলার জন্য পুরোপুরি ফিট মনে হলেই দলে জায়গা দেওয়া হবে তাকে।
কারণ, এর আগে পিঠের ইনজুরির কারণে প্রায় ১১ মাস মাঠের বাইরে ছিলেন তিনি (২০২২ থেকে ২০২৩)। এবার আর তাকে নিয়ে ঝুঁকি নিবে না ভারত।