খেলাধুলা

অনভিষিক্ত ইমন যেভাবে চ্যাম্পিয়নস ট্রফির দলে

ওয়ানডেতে অভিষেক হয়নি। ৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেও নামের সুবিচার করতে পারেননি পারভেজ হোসেন ইমন। তবুও চ্যাম্পিয়নস ট্রফির দলে চমক হিসেবে আছেন এই বাঁহাতি ব্যাটার। অনভিজ্ঞ ইমনকে কেন নেওয়া হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির দলে? 

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু মুখোমুখি হন এমন প্রশ্নের। রোববার (১২ জানুয়ারি, ২০২৫) ইমনের হয়ে ব্যাট করেছেন, জানিয়েছেন তার আগ্রাসী মনোভাবই জায়গা করে দিয়েছে বৈশ্বিক এই টুর্নামেন্টে।

“ওর (ইমন) হয়তো হিউজ কোনো অবদান নাই। তবে আমাদের যেটা মনে হয়েছে, আমরা যেটা খুঁজছি... পাওয়ার প্লে’তে আক্রমণাত্বক ব্যাটিং, সেটা ওর মধ্যে আছে। বিকল্প কাউকে লাগলে সে (তানজিদ-সৌম্যর মতো) একই টেম্পোতে খেলতে পারবে।”

“দলকে জেতাতে মূল লক্ষ্য ঠিক রাখতে সে সবসময় আক্রমণাত্মক থাকে। এটা একটা বড় বিবেচনার বিষয়। সামনে হয়তো তিনি অবদান রাখতে পারবেন। তাই বড় টুর্নামেন্টে তাকে নেওয়া হয়েছে” -আরও যোগ করেন লিপু।

৫৪টি লিস্ট ‘এ’ ম্যাচে ইমন ৩৫ এর বেশি গড়ে রান করেছেন ১ হাজার ৮৫২টি। স্ট্রাইক রেট ৮৮.৪০। সেঞ্চুরি ১টি ও হাফসেঞ্চুরি ১১টি। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে ছিলেন এই ব্যাটার। তবে যুব বিশ্বকাপজয়ী ইমনকে  একাদশে রাখেনি টিম ম্যানেজমেন্ট। 

উইন্ডিজে না খেলানো নিয়ে প্রশ্নে প্রধান নির্বাচক বলেন, “পারভেজকে উইন্ডিজেও কোনো ওয়ানডে খেলানো হয়নি। নির্বাচক কমিটি সাধারণত ইন্টারফেয়ার করে না। কোচ ও অধিনায়ক মূল সিদ্ধান্ত নেয়। কখনও কখনও আমরা আলোচনায় যাই নির্দিষ্ট কোনো প্লেয়ার নিয়ে। তানজিদ তামিমের যে এপ্রোচ, সেটার সঙ্গে মিল রেখে একজনকে খুঁজছি। তাই আমরা নতুন একজনকে সুযোগ দিচ্ছি।”

ওপেনিংয়ে তানজীদ হাসান তামিম-সৌম্য সরকারের পর তিন নম্বরে নাজমুল হোসেন শান্ত; বিকল্প ইমনকে ধরলেও টপ অর্ডারে চারজনই বাঁহাতি। টিম কম্বিনেশনে কোনো সমস্যা হবে নাতো? 

প্রধান নির্বাচকের ভাষ্য, “প্রতিপক্ষের সুবিধার চেয়ে নিজেদের শক্তির দিকেই আমাদের মনোযোগ। প্রথম তিন হয়তো বাঁহাতি। এরপর ডানহাতি। একসময় টেস্টে প্রথম পাঁচজনও বাঁহাতি খেলিয়েছি আমরা। তাই অপরের কথা চিন্তা না করে নিজেদের শক্তিটাই মূল।”