খেলাধুলা

বেতন সংকট, বিদেশি ছাড়া নজিরবিহীন ম্যাচ খেলছে রাজশাহী

বেতন সংকট, বিদেশি ছাড়া নজিরবিহীন ম্যাচ খেলছে রাজশাহী

৪৮ ঘণ্টার মধ্যে সবকিছু সমাধান হবে- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের বৈঠকে এমন সিদ্ধান্ত হওয়ার ২৪ ঘণ্টা যেতে না যেতেই গ্লানির খাতায় নাম উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)।

বেতনের টাকা না পেয়ে দুর্বার রাজশাহীর ম্যাচ বয়কট করেছেন তাদের টিমের বিদেশি ক্রিকেটাররা। রবিবার (২৬ জানুয়ারি) দিনজুড়ে এমন কথা শোনা গেছে ক্রিকট ভক্তদের মুখে মুখে। সন্ধ্যায় রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে যখন রাজশাহীর টিম-বাস মাঠে আসে, তখনই বিদেশিদের না আসার বিষয়টি সত্যে পরিণত হয়।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় টসের সময় তাতে সিলমোহর দেন অধিনায়ক তাসকিন আহমেদ। একাদশে পরিবর্তনের প্রশ্নে তাসকিন বলেন, ‘‘কয়েকটি পরিবর্তন হচ্ছে।” কতজন পরিবর্তন হচ্ছে এমন প্রশ্নে তাসকিন বলেন, “বিদেশিরা খেলছেন না।”

বিপিএলের বাইলজ অনুযায়ী একটি ফ্র্যাঞ্চাইজিকে সর্বনিম্ন দুজন ক্রিকেটারকে খেলাতেই হবে। আর সর্বোচ্চ চারজন। কিন্তু সেই নিয়মের বালাই দেখা যায়নি রাজশাহী-রংপুর ম্যাচে। 

ম্যাচ রেফারি সেলিম শাহেদ রাইজিংবিডি ডটকমকে বলেছেন, “রাজশাহীর অনুরোধের ভিত্তিতে বিপিএল টেকনিক্যাল কমিটি অনুমতি দিয়েছি। আমি প্রটোকল অনুযায়ী ম্যাচ চালাচ্ছি।”

বিপিএলের ১১তম আসর চলছে। এর আগে প্রায় সব বিপিএল আসরই নানা বিতর্কে আলোচিত-সমালোচিত ছিল। কিন্তু এবার বিতর্কের সব সীমা যেন ছাড়িয়ে গেল। প্রথমবারের মতো ১১ জনই দেশি ক্রিকেটার খেলছেন রাজশাহীর হয়ে।

রাজশাহীর একাদশ এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ (অধিনায়ক), এস এম মেহরব, জিশান আলম, ইয়াসির আলী, আকবর আলী, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, মোহর শেখ, মোহাম্মদ মৃত্যুঞ্জয় ও মিজানুর রহমান।

নামের এই তালিকায় কোনো বিদেশি নেই, যা বিপিএলের ইতিহাসে নজিরবিহীন।