খেলাধুলা

রেকর্ড ভেঙে ৩৭ বলে ঢাকাকে উড়িয়ে দিল বরিশাল

রেকর্ড ভেঙে ৩৭ বলে ঢাকাকে উড়িয়ে দিল বরিশাল

‘বরিশাল-বরিশাল’—’ঢাকা-ঢাকা’, সন্ধ্যায় এমন স্লোগানের গর্জনে কেঁপেছিল মিরপুর শের-ই-বাংলা। ম্যাচ শুরুর পর লিটন দাসের দুই চারে কেঁপে ওঠে গ্যালারি। এটুকুই! এরপর ঢাকা ক্যাপিটালসের ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে আসন ছাড়তে থাকেন দর্শকরা। যার শেষটা হয়তো দেখতেই চাননি তারা!

দেখবেনই বা কীভাবে? গাটের পয়সা খরচ করে কি এমন ম্যাচ দেখা যায়? আদৌ এমন টি-টোয়েন্টি দেখা সম্ভব? ব্যাটিং করতে নেমে চলতি আসরের সর্বনিম্ন ৭৩ রানে অলআউট ঢাকা। তাড়া করতে নেমে মাত্র ৩৭ বলে ৯ উইকেটের বিশাল জয় পায় বরিশাল। হাতে ছিল ৮১ বল! 

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এর আগে সর্বোচ্চ ৭৩ বল হাতে রেখে জিতেছিল ঢাকা ডায়নামাইটস। ২০১৭ সালে সিলেট সিক্সার্সের বিপক্ষে ডায়নামাইটসের জয় ছিল ৮ উইকেটে। এবার সেই ঢাকাকেই হারালো মাত্র ৯ উইকেটে।  

তাড়া করতে নেমে ঝড়ো শুরু এনে দেন তামিম ইকবাল-তাওহীদ হৃদয়। ১৫ রানে হৃদয় আউট হলে ভাঙে জুটি। এরপর ডেভিড মালান সঙ্গী হন তামিমের। দুজনে মাঠ ছাড়েন ম্যাচ জিতিয়ে। মাত্র ১৬ বলে ৩৭ রান করেন মালান। ১৪ বলে ২১ রানে অপরাজিত ছিলেন তামিম। ঢাকার হয়ে ১টি উইকেট নেন মোস্তাফিজুর রহমান। 

বিপিএলের চলতি আসরে নানা বিতর্কের মাঝেও বাইশ গজে ছুটেছে রানের ফোয়ারা। সেই রান উৎসবের উইকেটেও বিভীষিকাময় ব্যাটিংয়ে চলমান আসরে সর্বনিম্ন রানে অলআউট হয় ঢাকা ক্যাপিটালস। 

টস হেরে ব্যাটিং করতে নেমে বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ১৫.৩ ওভারে মাত্র ৭৩ রানে অলআউট হয় রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি। এখন পর্যন্ত চলমান বিপিএলে এটিই সর্বনিম্ন রান। সর্বনিম্ন ৮০ রান করেছিল দুর্বার রাজশাহী। এ ছাড়া বিপিএল ইতিহাসে সর্বনিম্ন ৪৪ রানের বাজে রেকর্ড রয়েছে।

অধিনায়ক থিসারা পেরেরা সর্বোচ্চ ১৫ রান করেন ১১ বলে। ১০ রান করে আসে লিটন দাস-রনসফ বেটনের ব্যাট থেকে। এ ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের মুখ দেখেননি। 

তানভীর ইসলামের ঘূর্ণিতে লিটন দাসের বোল্ড আউটে পতনের শুরু। অথচ দুই চারে এই উইকেটরক্ষক ব্যাটার দেখিয়েছিলেন সম্ভাবনা। আশার আলো ফোঁটার আগেই যেন সাজঘরে ফেরেন এই ব্যাটার। এরপর উইকেটের মিছিলে শেষ ব্যাটার হিসেবে আউট হন মেহেদী হাসান রানা। তাও ৪.৪ ওভার বাকি থাকতেই! 

বরিশালের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন তানভীর ইসলাম, মোহাম্মদ নবী ও ফাহিম আশরাফ। অপর উইকেটটি নেন জেমস ফুলার। 

আগের ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে রংপুর রাইডার্সের পরাজয় টুর্নামেন্ট থেকে ছিটকে দেয় ঢাকাকে। নির্ভার হয়ে যেখানে খেলার কথা সেখানে যেন উল্টো চাপে থেকে দিশেহারা ছিল ফ্র্যাঞ্চাইজিটি। এদিকে সর্বোচ্চ ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বরিশাল।